2009/8/27 Belayet Hossain bellayet@gmail.com:
উইকিম্যানিয়ার দ্বিতীয় দিনে উইকিমিডিয়া ফাউন্ডেশনের ভাষা কমিটির সদস্য জেরার্ড মেইজেনের সাথে কথা হচ্ছিল, তিনি জানালেন মিডিয়া উইকি ট্রান্সলেশন এখন থেকে লাইভ হবে। এর মানে হল ট্রান্সলেশনের পরে মাত্র ২ দিনের মধ্যেই তা উইকিমিডিয়া প্রজেক্ট সমূহ এবং দিনের সংস্করণে ঐ ট্রান্সলেশন চলে আসবে। তাই এখন থেকে ট্রান্সলেশন করে তা সাইটে আসার জন্য অপেক্ষা করতে হবে না।
জেরার্ড আরও জানালেন, বাংলা উইকিপিডিয়া ইন্টারনেটে বাংলা ভাষার সবচেয়ে বড় তথ্যভান্ডার এ কথাটির একটি অফিসিয়াল সোর্স তার দরকার। যেমন কেউ গবেষণা করে কোথাও উল্লেখ করেছেন এমন কোন সূত্র দরকার। কেউ কি এমন কোন সূত্র দিতে পারবেন?
বিভিন্ন সময়ে বাংলাদেশের পত্রপত্রিকাতে এটা লেখা হয়েছে। যেমন, প্রথম আলো, Daily Prothom Alo, ডিসেম্বর ২২, ২০০৬। কিন্তু এছাড়া অন্য কোনো সোর্স থেকে এটার সূত্র দেয়ার উপায় নাই। কারণ এই বিষয়ে কেউই কখনো লিখেনি কোথাও। কাজেই পত্রপত্রিকার রেফারেন্স দেয়া যেতে পারে।
--
রাগিব