প্রিয় সুধী,
সকলেই জেনে আনন্দিত হবেন যে আগামী ৫ ও ৬ জানুয়ারি ২০১৯ তারিখে কুমিল্লা উইকিমিডিয়া সম্প্রদায় একটি ফটোওয়াকসহ কমন্স কর্মশালা এবং বাংলা উইকিপিডিয়া হাতেখড়ি কর্মশালার আয়োজন করা হয়েছে।
আপনাদের সবাইকে আমন্ত্রণ। অনুষ্ঠানের ইভেন্ট পাতাঃঃ ১. https://m.facebook.com/events/513833699109033 ২. https://m.facebook.com/events/353644622132180
পুনশ্চঃ আমাদের কুমিল্লার তরুন উইকিপিডিয়ান শহীদুল হাসান রোমান, কুমিল্লা উইকিমিডিয়া সম্প্রদায়ের ফেসবুক পাতা বুস্ট করেছে। এর ফলে আমরা কুমিল্লার মানুষদের কাছ থেকে প্রচুর আগ্রহ পাচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে এই কর্মশালার আয়োজন।
শুভেচ্ছাসহ
মোঃ ইব্রাহীম হুসাইন মেরাজ