গত সভায় গৃহীত একটি সিদ্ধান্তের ব্যাপারে আমার একটু সমস্যা আছে। সবাই যদি নামের শেষে উইকিমিডিয়া বাংলাদেশ লিখেন, সেটা তো আক্ষরিক অর্থে ঠিক না, কারণ ভারতীয় উইপিডিয়ানও তো বাংলা উইকিতে আছে। জয়ন্তদা নিজেই সেই সভায় ছিলেন, তিনিও কী উইকিমিডিয়া বাংলাদেশ লিখবেন? সেজন্য আমার মতে তাঁরা তাঁদের জন্য নতুন একটা আইডেন্টিটি খুলবেন। যেহেতু বাংলাদেশ এখানে সংখ্যাগুরু, কিন্তু পশ্চিমবঙ্গীয় নিয়মিত উইকিপিডিয়ান (যেমন:অর্ণব দত্ত, ভার্গব চৌধুরি) রয়েছেন, এমন কী দু'জন প্রশাসকও (জয়ন্তদা ও সপ্তর্ষিদা); তাঁদের আইডেন্টিটিটাও তাঁদের মতোই হওয়া উচিত।
যদি এটাকে একটা আলোচনার বিষয় ধরা হয় এখন প্রশ্ন, দু'ক্ষেত্রে সমন্বয় হবে কী করে? এটাই আমার মতে সামনের আলোচনার একটা এজেন্ডা হতে পারে। প্রাথমিকভাবে আমার যা ভালো মনে হয় আমি নিচে বলছি:
দু'টো আলোচনা একইসাথে চলবে, কারণ আমার যতোদূর ধারণা, লক্ষ্য একই কিন্তু প্রসপেক্ট সামান্য ভিন্ন হতে পারে। তাই সেগুলোও তাঁরা আমাদের সাথে যেমন শেয়ার করবেন, আমরাও আমাদেরটা শেয়ার করবো। সবার ভালো আইডিয়াটা ও কাজটা আমাদের দরকার। সিদ্ধান্তটাও কেন্দ্রীয়ভাবেই হবে। এবং দু'ক্ষেত্রের ব্যবহারকারী ও সম্পাদকরাই এতে ইনভলভ্ড থাকবেন।আমাদের উদ্দেশ্য ছিলো বাংলা উইকিপিডিয়ার প্রচারণা ও লক্ষ্য। তাই আমাদের আলোচনাসভায় যে গ্রুপটা হলো, তার নামটা বরং বাংলাদেশ কেন্দ্রিক না হয়ে ভাষা কেন্দ্রিক হোক, তাহলে ইউনিটি বাড়বে। বাংলা উইকিমিডিয়া/বাংলা উইকিমিডিয়া সম্প্রদায় কী করা যায়?ওপার বাংলার জন্য যদি একটা পৃথক আইডেন্টিটি দেওয়া হয়, তবে কিন্তু অবশ্যই, কিছুই, ভাগ হবে না। সিদ্ধান্ত যেহেতু উইকিপিডিয়া কেন্দ্রিক তাই সবই একস্থানে, একত্রেই নেওয়া হবে। শুধু আমরা দেশ ও সংস্কৃতি ভিন্নতার কারণে একটা আলাদা আইডেন্টিটি বহন করবো-এই যা, আর এটা লোকালি আমাদের নতুন ব্যবহারকারীদের উৎসাহিত করতে ও প্রচারণায় ব্যবহৃত হবে। দু'জাগাতেই তো আমাদের কমিউনিটি গ্রো করতে হবে। সেই ভাবনা থেকেই এটা বলেছি।
আফটার অল আমরা তো সবাই উইকিমিডিয়ান/উইকিপিডিয়ান। এখানে আমাদের মূল আইডেন্টিটি কিন্তু এটাই। আর সবাই রেসপন্স করুন।
তানভির উইকিমিডিয়া বাংলাদেশ
_________________________________________________________________ Share your memories online with anyone you want. http://www.microsoft.com/middleeast/windows/windowslive/products/photos-shar...