2011/1/17 Belayet Hossain bellayet@gmail.com
শাবাব ভাই, আর্টিকেলে প্রবন্ধকারের নামে 'বেলায়েত হোসেন' লেখার জন্য পুরোপুরি দায়ী এর প্রকাশক।
যা হউক আমি স্বীকার করছি যেকোন ব্যক্তি যারা এ অনুবাদে সহযোগিতা করেছেন, কারও একক নাম দেখলে স্বাভাবিকভাবেই তা দৃষ্টিকটু লাগতে পারে। অনিচ্ছাকৃত ঘটনার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। তবে এর সাথে আরও আহ্বান জানাচ্ছি, যদি কেউ এ লেখাটি অন্য কোন পত্রিকায় বা অন্য কোন মিডিয়ায় পুনঃপ্রকাশে আগ্রহী হন, তাকে স্বাগতম।
মিডিয়া বড় সাংঘাতিক জিনিস বেলায়েত ভাই। যদিও কম্পিউটার জগৎ-এর সাথে ভুল বোঝাবুঝির জন্য এই আর্টিকেলে আপনার নাম চলে এসেছে এবং সেখানে কোন লাইসেন্স নোটিশ নেই, সেহেতু আমার ধারণা অন্য কেউ একবার প্রকাশিত লেখা আবার ছাপাতে আগ্রহী তো হবেই না, বরং উল্টো লেখা চুরির দায়ে অভিযুক্তও করে বসতে পারে। আপনার বিরুদ্ধে আমার কোন অভিযোগ বা অনুযোগ কিছুই নেই। আমার শুধু মনটা খারাপ লাগল এবং লাগাটাও বোধহয় খুব অস্বাভাবিক নয়।
যাইহোক, এই ঘটনা আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে সংবাদমাধ্যমের লোকজনদের মুক্ত লাইসেন্সের ব্যাপারগুলো সিরিয়াসলি ব্যাখ্যা করা এখন সময়ের প্রয়োজন। এমনকি প্রযুক্তি সংবাদ মাধ্যমেও এই বিষয়ে সচেতনতা খুবই দরকার। --- Shabab Mustafa