উইকিম্যানিয়ার দ্বিতীয় দিনে উইকিমিডিয়া ফাউন্ডেশনের ভাষা কমিটির সদস্য জেরার্ড মেইজেনের সাথে কথা হচ্ছিল, তিনি জানালেন মিডিয়া উইকি ট্রান্সলেশন এখন থেকে লাইভ হবে। এর মানে হল ট্রান্সলেশনের পরে মাত্র ২ দিনের মধ্যেই তা উইকিমিডিয়া প্রজেক্ট সমূহ এবং দিনের সংস্করণে ঐ ট্রান্সলেশন চলে আসবে। তাই এখন থেকে ট্রান্সলেশন করে তা সাইটে আসার জন্য অপেক্ষা করতে হবে না।
জেরার্ড আরও জানালেন, বাংলা উইকিপিডিয়া ইন্টারনেটে বাংলা ভাষার সবচেয়ে বড় তথ্যভান্ডার এ কথাটির একটি অফিসিয়াল সোর্স তার দরকার। যেমন কেউ গবেষণা করে কোথাও উল্লেখ করেছেন এমন কোন সূত্র দরকার। কেউ কি এমন কোন সূত্র দিতে পারবেন?
বেলায়েত উইকিম্যানিয়া ২০০৯, আর্জেন্টিনা