প্রিয় সবাই,
গত ২৯ জানুয়ারি ২০১৬ খ্রিস্টাব্দে চট্টগ্রামে বাংলা উইকপিডিয়ার ১ যুগ পূর্তি অনুষ্ঠান সফল ভাবে পালিত হয়। নগরীর আগ্রাবাদ বণিজ্যিক এলাকায় অবস্থিত নিপপন একাডেমিতে এই অয়োজন অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের অনারারি কনসাল জেনারেল মুহম্মদ নুরুল ইসলাম, কবি ও সাংবাদিক হাফিজ রশিদ খান এবং কবি ও দার্শনিক সবুজ তাপস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উইকিপিডিয়ান কফিল বাপ্পী। এ আয়োজনে উইকিমিডিয়া বাংলাদেশের কার্যক্রম সমৃদ্ধি করা বিষয়ে লোকাল উইকিপিডিয়ানদের নিয়ে আড্ডা হয়। আলোচনায় নিবন্ধের অপ্রাযুর্যতা এবং কপিরাইট আইন সংক্রান্ত নানা বিষয় উঠে আসে। শুরুতেই চট্টগ্রামের উল্লেখযোগ্য যে সকল বিষয়ের বর্তমানে উইকিপিডিয়া নিবন্ধ নেই তা দ্রুত উইকপিডিয়ায় যোগ করার সিদ্ধান্ত নেয়া হয়। উপস্থিত অতিথিবৃন্দের মধ্যে মুহম্মদ নুরুল ইসলাম সহজে তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে উইকিপিডিয়ার অবদানের কথা উল্লেখ করেন। এছাড়াও তিনে বলেন, উইকিপিডিয়া যেহেতু একটি মুক্ত বিশ্বকোষ, তাই এর তথ্যভুক্তির ক্ষেত্রে অবশ্যই নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি বজায় রাখা জররী। এতে পাঠকের সঠিক তথ্যপ্রাপ্তি নিশ্চিত হবে। হাফিজ রশিদ খান বলেন, বাংলাদেশের, বিশেষ করে চট্টগ্রামের বিশাল আদিবাসী জনগোষ্ঠীর সাথে উইকিমিডিয়ার কার্যক্রম সম্পৃক্ত করা সম্ভব হলে ভৌগলিক, ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধ ঘটবে। সবুজ তাপস বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধির কাজে দেশের সাহিত্যক, গবেষক, অধ্যপক ও সাংবাদিকদের এগিয়ে আসার কথা বলেন।
বক্তব্য শেষে বাংলা উইকিপিডিয়ার এক যুগ পূর্তি উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। যেখানে সঙ্গীত পরিবেশন করেন, রক্তিম আকাশ, উইকিপিডিয়ান রায়হান রানা ও উইকিপিডিয়ান কফিল বাপ্পী। সব শেষে কেট কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
ধন্যবাদ।