ঈদের শুভেচ্ছ রইল সকলে প্রতিআশা করছি আপনারা সকলে এখনো ঈদের আমেজে থাকলেও কিছুটা কাজে মনোযোগী হওয়ার পথে রয়েছেন।
আমি বলছি, Content Translation Tool -’র বিষয়ে। এ টুলটি কাজ করছে।এটুলটি আশা করছি সকলের জন্য খুবই ফলদায়ক হবে। আমি এ নিয়ে মাত্র দুইবার তা ব্যবহার করতে চেষ্টা করেছি।হয়ত এর সঠিক ব্যবহারে আমার বুঝার কমতি থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা অমাকে সহযোগিতা করলে খুশি হব।
তবে, এতে আমি যা কিছু দূর্বলতা রয়েছে, যা কাটিয়ে আসা দরকার বলে মনে করি তা বাস্তাব অভিজ্ঞতা হতে নিম্নে তুলে ধরার চেষ্টা করছি।
এর মধ্যে কর্মরত অবস্থায় লিংক নিয়ে কাজ করতে অসুবিধা হচ্ছে।
তাছাড়া যে সমস্যাটি সবচাইতে চরম আকার ধারণ করেছে তা হল, কিছুক্ষণ পূর্বে আমি একটি অনুবাদ করছিলাম। কিন্তু অনিবার্য কারনে তা আমাকে হাফ-ডান অবস্থায় ছেড়ে উঠতে হচ্ছিল। খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম। এদিক সেদিক খুঁজে = পাবলিশ= বাটনটি ছাড়া আর কোন অপশান খুঁজে পেলাম না। সেইভ তো আমাকে রতেই হচ্ছে। অগত্যা পাবলিশ দিলাম। আমি নিশ্চিত ছিলাম যে, তাতে সমস্যা হবে।হলোও তাই। বাসা হতে রুমে গিয়ে পুণরায় ল্যাপটপে বসতে সময় লেগেছে হয়ত 15 মিনিট। অথচ এরই মধ্যে ঐ নিবন্ধটি নিয়মানুযায়ী দ্রুত অপসারণ নোটিশের আওতায় পড়েগেছে। তাতে আপাতত কোন সমস্যা নেই।
তিন্তু পরবর্তীর জন্য এবং অপরাপর সকলের সুবিধার্থে আমার মতে উক্ত টুলটিতে =পাবলিশ টু স্যান্ডবক্স = নামে অতিরিক্ত একটি অপশান থাকা জরুরী। যাতে করে অসম্পূর্ণ বা অন্য লিংক সহ যে কোন প্রকার অসংগতি বা সমস্যা সমাধান করে নিবন্ধটি পরবর্তীতে সঠিক পর্যায়ে প্রকাশ করা যায়।
এ বিষয়ে যারা কর্মরত রয়েছেন তাদের বিজ্ঞ দৃষ্টি প্রত্যাশিত।
May, blessings, peace and love embrace you-----------------------------------------With best regards…
S A Medu
উইকিব্যবহারকারী নাম: sufidisciple