সুধী, শুভেচ্ছা নেবেন। গত ১৬ বছরে উইকিমিডিয়া আন্দোলন ছোট একটি স্বেচ্ছাসেবী দল থেকে ধীরে ধীরে বড় ও বৈচিত্রময় একটি সম্প্রদায়ে পরিণত হয়েছে যা এখন অবদানকারী, ডেভেলপার, স্থানীয় শাখা, পাঠক, দাতা ও আরও অন্যান্য সহযোগীদের নিয়ে সংঘবদ্ধভাবে পরিচালিত হচ্ছে। আগামী ১৫ বছরে আমরা নিজেদেরকে কোথায় দেখতে চাই? এটি মানবতার কল্যাণে ভবিষ্যতে কি করতে পারে? মোটের উপর, ২০৩০ সালে আমরা আমাদেরকে কোথায় দেখতে চাই? আমাদের কি কি প্রয়োজন বা কোন কাজগুলো করা প্রয়োজন; এগুলো নিয়ে কয়েকদিনের মধ্যেই সারা পৃথিবীর সব উইকিমিডিয়া সম্প্রদায়গুলো তাদের নিজেদের সুবিধামত তাদের নিজেদের ভাষায় আলোচনা করবে। এ সব আলোচনার কেন্দ্রীয় স্থান হবে মেটা উইকিhttps://meta.wikimedia.org/wiki/Strategy/Wikimedia_movement/2017।
আমাদের বাংলা সম্প্রদায় থেকেও এই আলোচনায় অংশ নেব নিজেদের সুবিধাজনক স্থানে (বাংলা উইকিপিডিয়ার আলোচনাসভা, উইকিসংকেলনের আলোচনাসভা বা ফেইসবুক চ্যাট গ্রুপ অথবা হ্যাং আউটের মাধ্যমে)। আমার কাজ হলো, ছোট ও ক্রমবর্ধমাণ সম্প্রদায় হিসেবে আমাদের কথাগুলোও যাতে ফাউন্ডেশনের সেই ভবিষ্যৎ পরিকল্পনায় স্থান করে নেয় সেটি নিশ্চিত করা।
এ ব্যাপারে বিস্তারিত সামনের দিনগুলোতে জানানো হবে (খুব সম্ভবত মঙ্গলবার থেকে মূল আলোচনা শুরু হবে)। তবে, এখন কেউ ইচ্ছে করলে বাংলা পাঠকদের জন্য এই মেটা পাতাসহhttps://meta.wikimedia.org/wiki/Strategy/Wikimedia_movement/2017 অন্যান্য উপপাতাগুলো অনুবাদে সাহায্য করতে পারেন। আপনাদের এই প্রক্রিয়া সম্পর্কে বা অন্য যেকোন প্রকার সাহায্যে আমাকে প্রশ্ন করতে পারেন ইমেইলের মাধ্যমে অথবা আমার উইকিপিডিয়ার আলাপ পাতায়।
ধন্যবাদ।
Nahid Sultan
User:NahidSultan (WMF) https://meta.wikimedia.org/wiki/User:NahidSultan_(WMF)
Strategy Coordinator, Wikimedia Foundation
Twitter: @nahidunlimitedhttps://twitter.com/nahidunlimited