সুধী,
উইকিকনফারেন্স ইন্ডিয়া ২০১৬ নামক ভারতীয় উইকিমিডিয়া সম্প্রদায়ের জাতীয় সম্মেলনে আমন্ত্রক শহরের দরপত্র জমা দেওয়ার জন্য আপনাকে আমরা অনুরোধ করি। দুইটি রাউন্ডে এই দরপত্র জমা নেওয়া হবে। সম্প্রদায়ের অংশগ্রহণকে অনুপ্রাণিত করার জন্য প্রথম রাউন্ডটি খুবই সরল রাখা হয়েছে। স্থানীয় সম্প্রদায়ের সমর্থন ও শক্তি সম্বন্ধে নিশ্চিত হওয়া এই রাউন্ডের লক্ষ্য। এই রাউন্ডে উত্তীর্ণ প্রথম পাঁচটি শহর দ্বিতীয় তথা অন্তিম রাউন্ডে অংশ নিয়ে বিস্তারিত ভাবে পরিকল্পনা করে দরপত্র জমা দেওয়ার সুযোগ পাবে।
'''প্রথম রাউন্ডের দরপত্রের মানদণ্ড'''
*শহরে অন্ততঃ একটি ঘরোয়া বিমানবন্দর থাকতে হবে।
*আপনার শহরে এই সম্মেলন পরিচালনা করতে দায়বদ্ধ সক্রিয় উইকিপিডিয়ানদের উইকি স্বাক্ষর থাকতে হবে।
*স্থানীয় আলোচনাসভায় দরপত্র জমা দেওয়ার প্রস্তাবে উইকিপিডিয়া সম্প্রদায়ের যে সমর্থন রয়েছে, তার লিঙ্ক থাকতে হবে।
*সম্মেলনে ৫০০ জন অংশগ্রহণকারী অংশ নেবেন ধরে নিয়ে বাজেট পরিকল্পনা করতে হবে, যার মধ্যে ১০০ জন বৃত্তিপ্রাপকদের তিনদিনের জন্য থাকার খরচ যুক্ত থাকবে।
*এই ধরণের সম্মেলন পরিচালনা করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
অনুগ্রহ করে, ১৮ অক্টোবর, ২০১৫ রাত্রি ১১:৫৯ মিনিটের পূর্বে https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2016/City/First_Bids এই লিঙ্কে আপনার দরপত্র জমা দিন।
ধন্যবাদান্তে,
উইকিকনফারেন্স ইন্ডিয়া ২০১৬ স্বেচ্ছাসেবকবৃন্দ