প্রিয় সুধী,
গত শুক্রবার, ৮ জুন, ২০১২ তারিখে দিনাজপুরের কারিতাসের আঞ্চলিক অফিস প্রাঙ্গনে দিনাজপুরের প্রথম উইকিপিডিয়া মিটআপটি অত্যন্ত সফলতার সাথে অনুষ্ঠিত হয়েছে [১]। এই মিটআপের বেশ কতোগুলো উল্লেখযোগ্য দিক আছে যা পূর্বের সব মিটআপ থেকে এটিকে আলাদা প্রমাণ করেছে। উদাহরণস্বরূপ অন্য সব বার প্রথম উইকিপিডিয়া মিটআপ বাংলা উইকিপিডিয়াকে ফোকাস করে হলেও এই প্রথমবারের মতো কোনো মিটআপ অনুষ্ঠিত হলো সান্তাল বা সাঁওতালি উইকিপিডিয়াকে ফোকাস করে। তাই বলা যায় এটি শুধু দিনাজপুরের প্রথম উইকিপিডিয়া মিটআপ-ই নয় বরং সেই সাথে বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম সান্তাল উইকিপিডিয়া মিটআপ!
এই মিটআপে সব মিলিয়ে প্রায় ত্রিশ থেকে চল্লিশজন মানুষ অংশগ্রহণ করেছিলেন। এই ত্রিশ জন অংশগ্রহণকারীর মধ্যে দশজন, অর্থাৎ প্রায় এক তৃতীয়াংশ ছিলেন নারী। বাংলাদেশে সম্ভবত এই প্রথম কোনো উইকিমিটআপে এতো বেশি অনুপাতে নারীদের উপস্থিতি ছিলো। অংশগ্রহণকারীদের বেশিরভাগ-ই ছিলেন শিক্ষার্থী -- যাঁরা উইকিপিডিয়া থেকে সরাসরি উপকৃত হতে পারেন ও তাঁদের মধ্যে অনেকে হচ্ছেনও। মিটআপে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সম্মানিত ডিন মহোদয়।
মিটআপের প্রথমেই সাঁওতালি উইকিপিডিয়া নিয়ে কিছু প্রাথমিক বক্তব্য প্রদান করা হয় ও এর পেছনের প্রচেষ্টাগুলো আগ্রহীদের জানানো হয়। এছাড়াও উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের স্বাগত বক্তব্য দেন। অতঃপর উইকিপিডিয়া নিয়ে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী একটি ওয়ার্কশপ পরিচালিত হয়। দুপুরের খাবারের বিরতির পর সান্তালি সম্প্রদায়সহ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে উইকিপিডিয়াকে, বিশেষ করে বাংলা উইকিপিডিয়াকে জনপ্রিয় করার জন্য কি কি কাজ করা যেতে পারে ও এক্ষেত্রে উইকিমিডিয়া বাংলাদেশ কি ধরনের সাহায্য করতে পারে তা নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে আমি উক্ত মিটআপে যোগদান করি। এ আলোচনাগুলো অংশগ্রহণকারীরা ভালো সাড়া দেন ও তাৎক্ষণিকভাবে আশা আইডিয়াগুলো বিশ্লেষণ করাসহ অনেক ক্ষেত্রেই সেগুলোর প্রতি সমর্থন জানান।
মিটআপটির মূল আয়োজনে ছিলেন বাংলাদেশে সান্তালি উইকিপিডিয়া শুরুর মূল উদ্যোক্তাগণ, যাঁদের মধ্যে আছে মি. সমর মাইকেল সরেন, সালভাতর পাউরিয়া, ও আলবিনুস সরেন। এছাড়াও সংগঠন হিসেবে আয়োজক ছিলো কারিতাস বাংলাদেশ ও সান্তাল গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আয়োজকদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা এতো সুন্দরভাবে মিটআপ ও ওয়ার্কশপটি আয়োজনের জন্য।
উত্তরবঙ্গে উইকিপিডিয়া আন্দোলন আরও বেশি এগিয়ে যাক -- এই শুভকামনা।
তানভির
[১] http://en.wikipedia.org/wiki/Wikipedia:Meetup/Dinajpur/Dinajpur1