সুধী,
আমরা সবাই জানি উইকিপিডিয়া (এবং অন্যান্য উইকিমিডিয়া প্রকল্পসমূহের) লিঙ্গ-অসমতা (gender gap) বিশ্বব্যাপী উইকিমিডিয়া আন্দোলনের অন্যতম আলোচিত বিষয়। সম্প্রতি উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্টাফ, আসাফ একজন উইকিপিডিয়ানের অনুরোধে উইকিপিডিয়ার জীবনী নিবন্ধসমূহের পরিসংখ্যান জানার চেষ্টা করতে গিয়ে একটি চমৎকার পরিসংখ্যান তৈরি করেছে, যাতে বিভিন্ন ভাষার উইকিপিডিয়াতে জীবনী নিবন্ধগুলোর কতভাগ নারীদের নিয়ে বা কতভাগ পুরুষদের নিয়ে - সেটা জানা যাচ্ছে।
পরিসংখ্যানটি এখানে- https://meta.wikimedia.org/wiki/User:Ijon/Content_gap
এই পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে যে বাংলা উইকিপিডিয়াতে নারীদের নিয়ে রচিত জীবনী নিবন্ধের পরিমাণ সমস্ত জীবনী নিবন্ধের ১৫.২%। বোধা যাচ্ছে বাংলা উইকিতে নারীদের নিয়ে রচিত জীবনী কতটা কম। অবশ্য এমনটা শুধু বাংলাতেই নয়, ইংলিশ উইকিতেও এর পরিমাণ কেবল ১৬.৩%। তবে নেপালি উইকি এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে, তাদের নারী জীবনী প্রায় ৪৮%।