নাহিদ হাসান ভাইকে আন্তরিক ধন্যবাদ ডিজিটাল উদ্ভাবনী মেলাতে উইকিপিডিয়া রাজশাহী সম্প্রদ্বায়ের সফল অংশগ্রহণের সংবাদ জানাবার জন্য। ফেসবুকেও অবশ্য চোখে পড়েছে আপনাদের কার্যক্রমের ছবি। এ ধরণের উদ্যোগ বাংলাদেশে আপনারাই প্রথম করলেন। তাই অভিনন্দন সংশ্লিষ্ট সবাইকে :)
তানভির মোর্শেদ
2016-01-25 1:38 GMT+06:00 Nahid Hossain nahid.rajbd09@gmail.com:
রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে দুই দিনব্যাপী (২২ ও ২৩ জানুয়ারী ২০১৬, শুক্র ও শনিবার) ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার মেলা উদ্বোধন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহা. রফিকুল আলম বেগ। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আইটি, টেলিকম কোম্পানি, ব্যবসায়িক প্রতিষ্ঠান, ফায়ার সার্ভসের ৪৮টি স্টল ছিলো। সেখানে তারা নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন।
আমরা উইকিপিডিয়া রাজশাহী সম্প্রদায় থেকে কয়েকজন মিলে উদ্যগ নিয়ে তৎক্ষনাত মেলার দ্বিতীয় দিন রাজশাহী কলেজ স্টল এ বসার উদ্যগ নেই এবং সাধারন মানুষের কাছে উইকিপিডিয়ায় অবদান রাখার বিভিন্ন দিক তুলে ধরি। আমাদের স্টল ঘিরে আমরা যথেষ্ট আগ্রহী দর্শনার্থীদের ভীড় সহ্য করেছি এবং যথাসাধ্য চেষ্টা করেছি বাংলা উইকিপিডিয়া এবং এর সহপ্রকল্প সমূহের ব্যাপারে সঠিক তথ্য তুলে ধরতে।
ইভেন্ট এর সকল ছবি : https://commons.wikimedia.org/wiki/Category:Digital_Udvaboni_Mela_2016_Rajsh...
ইভেন্ট এর ভিডিও: https://youtu.be/D0brr-VgJTY
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা এবং যোগাযোগের দায়ীত্ব পালন করেছেন মাসুম-আল-হাসান (রকি)। বিশেষভাবে ধন্যবাদ জানাই রাজশাহী জেলা প্রশাসন, রাজশাহী কলেজ কর্তুপক্ষ এবং উইকিমিডিয়া বাংলাদেশ ফাউন্ডেশন কে।
Wikipedia-BN mailing list Wikipedia-BN@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn