শুভেচ্ছা তাঁর এই উল্লেখযোগ্য অবদানের জন্য। তবে তিনি ট্যুরিস্ট ভিসায় ভারতে এসে যে অসুবিধায় পড়েছিলেন সেটা ভবিষ্যতে যাতে না হয় সেটা অবশ্যই লক্ষনীয় একটা বিষয় বলে মনে করি।
On Thu, 26 Oct 2023, 8:27 pm rocky masum, masum.rocky@gmail.com wrote:
প্রিয় সুধী,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি বাংলাদেশের উইকিমিডিয়ান *দোলন প্রভা* চলতি মাসের *সেলেব্রেটেড উইকিমিডিয়ানের* স্বীকৃতি পেয়েছেন। সম্প্রতি ভারতের দিল্লীতে অনুষ্ঠিত *উইকি ওমেন ক্যাম্প ২০২৩*-এ তার নাম ঘোষণা করা হয়। শুধু নারীদের জন্য আয়োজিত এই বিশেষ এই ক্যাম্পটি প্রথম আয়োজিত হয়েছিল ২০১২ সালে বুয়েনোস আইরেসে, দ্বিতীয়টি ২০১৭ সালে মেক্সিকো সিটিতে এবং এ বছর নয়াদিল্লীতে। এ বছর বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে দোলন প্রভা অংশ নেয়। তাকে নিয়ে ডিফেতে একটি ব্লগ প্রকাশিত হয়েছে। ব্লগটি পাওয়া যাবে এখানে: https://w.wiki/7uRx.
অভিনন্দন দোলন প্রভা! আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
শুভেচ্ছান্তে,
*মাসুম আল হাসান রকি*
*কোষাধ্যক্ষ*
*উইকিমিডিয়া বাংলাদেশ*
*wikimedia.org.bd https://wikimedia.org.bd/* _______________________________________________ wikipedia-bn mailing list To unsubscribe send an email to wikipedia-bn-leave@lists.wikimedia.org