ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, রাজশাহী থেকে এক ছাত্র আমার ২ টা ওয়ার্কশপ এ এ্যাটেন্ড করেছিলো।
এরপর নিজে নিজে কাজ করে বেশ ভালো অবস্থায় এখন। নিজের কলেজ এর নামে একটা পাতাও করেছে সে। কিন্তু কমন্স নিয়ে ঝামেলা করেছে বেশ কয়েকদফা। পরে স্কাইপে দেখিয়ে দিয়েছিলাম।
সম্প্রতি আমার সাথে যোগাযোগ করেছে তার কলেজ এ একটা ওয়ার্কশপ করার জন্য। আমি অত্যন্ত খুশি এরকম আগ্রহ দেখে।
প্রাথমিক ভাবে হ্যাঁ করেছি। এখানে আপনাদের মতামত এবং পরামর্শ চাইছি।
তার তৈরি নিবন্ধ এর লিংক দিলাম: https://bn.wikipedia.org/s/77tl