Mohammad Mohaiminul Islam ভাইয়া, এটা ঠিক চট্টগ্রামে আউটরিচ প্রোগ্রাম কম হচ্ছে। তবে সাধারণত স্কুল,কলেজ,ভার্সিট এর সাহায্য পেলেই আমরা ইভেন্ট গুলা ভালোভাবে আয়োজন করতে পারি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মশালা এর ব্যাপারে আপনার সাহায্য পেলেই আমরা সেখানে একটা কর্মশালার আয়োজন করতে পারি।ধন্যবাদ।
On Wednesday, November 7, 2018, Shabab Mustafa shabab.mustafa@gmail.com wrote:
রাজশাহীতে এত ঘন ঘন কর্মশালা হবার কারণ রাজশাহীবাসীদের সক্রিয় আগ্রহ এবং উদ্যোগ। এর বাইরে আর অন্য কোন কারণ নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মশালা করতে আমরা অবশ্যই আগ্রহী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেউ উদ্যোগ নিলেই সেটা হতে পারে। এই বিষয়ে উইকিমিডিয়া বাংলাদেশ, চট্টগ্রাম আঞ্চলিক সম্প্রদায়ের মহীন রিয়াদ (moheenreeyad@wikimedia.org.bd) কিংবা কেন্দ্রের সাধারণ সম্পাদক নাহিদ সুলতানের (nahid@wikimedia.org.bd) সাথে যোগাযোগ করতে পারেন।