সুপ্রিয় সুধী,
আপনারা জানেন, বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় গোপনকারী https://bn.wikipedia.org/wiki/%E0%A6%89%E0%A6%87%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE:%E0%A6%97%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80 নীতিমালার অনুমোদন করেছে। এই ঘটনার প্রেক্ষিতে, আমি সহ অন্য একজন প্রশাসক এই অধিকারের জন্য আবেদন করেছিলাম এবং আমাদের আবেদনগুলো সফল হয়েছে। তথ্য গোপন করার অনুরোধের প্রক্রিয়াটি সহজ ও নিরাপদ করার লক্ষ্যে গোপনকারীদের পক্ষ থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রদায়কে জানানোর স্বার্থে আমি এখানে লিখছি। আমি প্রথমেই মনে করিয়ে দিতে চাই কোন ধরণের তথ্যগুলো গোপন করার জন্য অনুরোধ করা যাবে
১. *অ-প্রকাশ্য ব্যক্তিগত তথ্য অপসারণ:* যেমন ফোন নম্বর, বাড়ির ঠিকানা, কর্মক্ষেত্র বা ছদ্মনামযুক্ত বা বেনামী ব্যক্তিদের পরিচয় যারা তাদের পরিচয় প্রকাশ করেননি, বা সাধারণ ব্যক্তি যারা সেই ব্যক্তিগত তথ্যগুলো জনসমক্ষে প্রকাশ করতে চান না এইরূপ কোন তথ্য।
২. *সম্ভাব্য অবমাননাকর তথ্য অপসারণ।*
৩. *স্বয়ংক্রিয় তালিকা এবং লগগুলোতে নির্লজ্জ আক্রমণ নাম লুকানো:* যেখানে এটি সম্পাদনার ইতিহাসকে ব্যাহত করে না। যা স্পষ্টতই কাউকে অপমান, হুমকি বা হয়রানি করার উদ্দেশ্যে করা হয়। কীভাবে তথ্য গোপন করার অনুরোধ করবেন
আপনি যদি তথ্য লুকানোর জন্য অনুরোধ করতে চান তবে দয়া করে মনে রাখবেন যে ব্যক্তিগত বিবরণ জনসমক্ষে প্রকাশ করা উচিত নয়। প্রকাশ্যে এইধরণের অনুরোধ করবেন না। অনুরোধ করার জন্য, oversight-bn-wp@wikimedia.org ঠিকানায় ইমেইল করুন অথবা সরাসরি উইকি ইন্টারফেস ব্যবহার করে বিশেষ:ইমেইল/গোপনকারী https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7:%E0%A6%87%E0%A6%AE%E0%A7%87%E0%A6%87%E0%A6%B2_%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3/%E0%A6%97%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-এর মাধ্যমে ইমেইল করুন।
পুরো প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
সবাইকে অগ্ৰীম ঈদের শুভেচ্ছা, সকলে সুস্থ ও নিরাপদে থাকুন।
ধন্যবাদ,
-- *শাকিল হোসেন *(he/him) ফেসবুক https://www.facebook.com/shakil.MdsHosen/, টেলিগ্রাম https://t.me/ShakilMdsHosen