প্রিয় সবাই,
আমাদের পরিচিত মুখ নাহিদ সুলতান বাংলাদেশ ও বাংলা ভাষাকে গর্বিত করেই চলেছেন তা তো ইতোমধ্যেই জানা কথা। এর আরেকটি ধাপ সংযোজন হলো তাঁর উইকিমিডিয়া ফাউন্ডেশনে বাংলা ভাষার বিশেষায়িত কৌশল সমন্বয়ক হিসেবে যোগদানের মাধ্যমে। তিনি ছাড়াও আরও ১৮টি ভাষার ১৮ জন বিশেষায়িত কৌশল সমন্বয়ক যোগ দিয়েছেন।
প্রাথমিকভাবে তিন মাস ব্যপ্তি এই প্রকল্পে তাঁর কাজ হবে উইকিমিডিয়া ফাউন্ডেশনের ১৫ বছর মেয়াদি পরিকল্পনা তৈরির ক্ষেত্রে বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের সাথে আলোচনা করা ও আমাদের প্রয়োজন তুলে ধরা যেনো তা সঠিকভাবে ও গ্রহণযোগ্যতার সাথে ফাউন্ডেশনের ঐ দীর্ঘমেয়াদি পরিকল্পনায় স্থান পায়। বাংলা বিশ্বের অন্যতম বহুল ব্যবহৃত একটি ভাষা এবং ফাউন্ডেশনও তাই এই ভাষাকে যথেষ্ট গুরুত্ব দেয়। কাজ শুরু করার পর নাহিদ সুলতানই আপনাদের বিস্তারিত ও সঠিকটা জানাবেন।
আসুন আমরা সবাই নাহিদ সুলতানকে অভিনন্দন জানাই ও তাঁকে তাঁর কাজে সাহায্য করার মাধ্যমে বাংলা সম্প্রদায়কে ফাউন্ডেশনের পরিকল্পপনায় সুন্দর ও কার্যকারীভাবে উপস্থাপন করতে সাহায্য করি।
বিস্তারিত জানতে পারবেন নিচের লিংকগুলো থেকে।
https://meta.wikimedia.org/wiki/Strategy/Wikimedia_movement/2017 https://meta.wikimedia.org/wiki/Strategy/Wikimedia_movement/2017/People/Stra... https://meta.wikimedia.org/wiki/Strategy/Wikimedia_movement/2017/Track_B/Out... https://meta.wikimedia.org/wiki/Talk:Strategy/Wikimedia_movement/2017#Langua... https://meta.wikimedia.org/wiki/Strategy/Wikimedia_movement/2017/Toolkit/Dis...
তানভির
-- Tanvir Rahman Wikitanvir on Wikimedia Board Member, Wikimedia Bangladesh https://meta.wikimedia.org/wiki/User:Wikitanvir