সুধী,
আগামী ৭ই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে একমাসব্যাপী আরব ও বাংলা সম্প্রদায়ের মধ্যকার বন্ধুত্বমূলক সাংস্কৃতিক বিনিময় কর্মসূচী। এই কর্মসূচীর মাধ্যমে আরবি এবং বাংলা উইকি সম্প্রদায় একে অপরের সংস্কৃতি, ইতিহাস প্রভৃতি বিষয়ক গুরুত্বপূর্ণ নিবন্ধ অনুবাদ করবে। দুই ভাষার সর্বোচ্চ নিবন্ধপ্রণেতাকে উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে পোস্টকার্ড প্রদান করা হবে। :)
আশা করছি বন্ধুত্বমূলক এ কর্মসূচীতে বাংলা উইকি সম্প্রদায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। নিবন্ধের তালিকা বা বিস্তারিত জানতে মেটার [Arabic–Bengali Cultural Exchange Program https://meta.wikimedia.org/wiki/Arabic%E2%80%93Bengali_Cultural_Exchange_Program] পাতাটি দেখুন।
এ সম্পর্কে উইকিবার্তায় পড়তেঃ আরব-বাংলা সাংস্কৃতিক তথ্য বিনিময় কর্মসূচী http://wikibarta.wikimedia.org.bd/article/%E0%A6%86%E0%A6%B0%E0%A6%AC-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D/%5D
ধন্যবাদান্তে, অংকন ঘোষ দস্তিদার