ধন্যবাদ।
On Sat, 13 Apr 2019, 21:42 Nahid Sultan, nahid@wikimedia.org.bd wrote:
বোধি দা, আমরা এ ব্যাপারে নিজেরা প্রথমে আলোচনা করবো সম্প্রদায়ের মতামত নেওয়ার জন্য। তবে আজকের আলোচনার সময় আমরা কিছু পজেটিভ ও নেগেটিভ দিক তুলে ধরেছি। উদাহরণস্বরুপ, আউটরিচ অনুষ্ঠান করতে গেলে যাদের সাথে করতে হয় তাদের উইকিমিডিয়া ও উইকিপিডিয়ার মধ্যে যে পার্থক্য বুঝাতে হয়, উইকিমিডিয়াকে নিউজ আউটলেট মনে করেন এবং উইকিপিডিয়ার বাইরের অধিকাংশই উইকিপিডিয়ার নাম শুনলেও উইকিমিডিয়া কি সেটা খুব পরিষ্কার ধারণা রাখেন না। এই বিষয়গুলো পজেটিভ। এক্ষেত্রে উইকিপিডিয়া নামে পরিচিত হলে সুবিধে হবে।
অন্যদিকে উইকিপিডিয়া ব্র্যান্ডিং-এ নামে সব প্রকল্প চললে উইকিসংকলনসহ অন্যগুলো না আবার উইকিপিডিয়ার নামের সাথে চাপা পরে যায় এবং আরও বেশ কিছু কনসার্ন তুলে ধরেছি। এসব বিষয় আজকে আলোচনা হয়েছে।
তবে, উইকিমিডিয়া বাংলাদেশের অফিসিয়াল মতামত আমরা সবার কাছ থেকে মতামত নিয়ে তারপর ফাউন্ডেশনকে জানাবো।
নাহিদ
*From:* Wikipedia-BN wikipedia-bn-bounces@lists.wikimedia.org on behalf of Bodhisattwa Mandal bodhisattwa.rgkmc@gmail.com *Sent:* Saturday, April 13, 2019 10:01 PM *To:* Bangla Wikipedia *Cc:* Discussion list for Bangladeshi Wikimedians *Subject:* Re: [Wikipedia-BN] উইকিমিডিয়া ফাউন্ডেশনের কমিউনিটি ব্র্যান্ড এবং বিপণন সমন্বয়কারী সামির ঢাকায় এসেছেন
নাহিদ,
ব্র্যান্ডিং বিষয়ে উইকিমিডিয়া বাংলাদেশের কি অবস্থান, সেটা জানালে ভালো হয়।
ধন্যবাদ, বোধিসত্ত্ব
On Sat, 13 Apr 2019, 19:30 Nahid Sultan, nahid@wikimedia.org.bd wrote:
প্রিয় সবাই, উইকিমিডিয়া ফাউন্ডেশনের কমিউনিটি ব্র্যান্ড এবং বিপণন সমন্বয়কারী সামির এল-শার্বতী দুই দিনের সফরে আজ সকালে ঢাকা এসেছেন। তিনি ১৫ তারিখ ভোরে চলে যাবেন। আগামীকাল পহেলা বৈশাখে আমরা তাকে নিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেব এবং সকালের দিকে কিছুটা ঘোরাঘুরি করবো। শাহাবাগের দিকে যারা আছেন অথবা যারা আগ্রহী তারা আমাদের সাথে যোগ দিতে পারেন।
এছাড়া উইকিমিডিয়া ফাউন্ডেশন, ভবিষ্যতে ‘উইকিমিডিয়া’র পরিবর্তে ব্র্যান্ড হিসেবে সরাসরি ‘উইকিপিডিয়া’ নামটি ব্যবহার করতে চাচ্ছে। এ ব্যাপারে সম্প্রদায়ের মতামত ও আমাদের সাথে আলোচনার জন্য মূলত তিনি এসেছেন। আগ্রহী যে কেউ আমাদের সাথে যোগ দিয়ে উইকিপিডিয়া সম্পর্কে তার সাথে আলোচনা করতে চাইলে আমন্ত্রণ :)
যদি কেউ আসেন তাহলে অংকন ঘোষ দস্তিদার (০১৯২৬৪২২৩৫৮) অথবা আমার সাথে (০১৭২৫০০৩৭৪৪) যোগাযোগ করতে পারেন। আমরা মঙ্গল শোভাযাত্রা শেষে শাহাবাগের কাছাকাছি বা পুরানো ঢাকার দিকে যাওয়ার চিন্তা করেছি।
ধন্যবাদ, নাহিদ সুলতান _______________________________________________ Wikipedia-BN mailing list Wikipedia-BN@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
Wikipedia-BN mailing list Wikipedia-BN@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn