আমিও বেলায়েত ভাইয়ের সাথে একমত যে, উইকিভয়েজকে শুধু বাংলাদেশের ভেতরে ভ্রমনের জন্য গাইড হিসেবে ভাবাটা ভুল হবে। এটা হবে বাংলা ভাষার ভ্রমণ গাইড যাতে সারা পৃথিবীর ভ্রমণ বিষয়ক তথ্য থাকবে। নাসিরের এই কথাটা সত্যি যে এখন দেশের অভ্যন্তরে ভ্রমণকারীর সংখ্যা বেড়েছে, তবে এখন এ্যাডভেঞ্চার ট্রাভেল নিয়েই বেশি মাতামাতি এবং এ সংক্রান্ত লেখালেখিই পত্রিকা, ব্লগ বা ফেসবুকে বেশি দেখি। তবে উইকিপিডিয়ায় লেখা আর উইকিভয়েজে লেখা যেমন আলাদা, তেমনি ব্লগ বা ফেসবুকে লেখাও তেমনি উইকিভয়েজে লেখা থেকে আলাদা। বাংলা উইকিপিডিয়ার জন্য ব্লগার বা ফেসবুক ব্যবহারকারীদের উদ্বুদ্ধ করার অনেক চেষ্টা করা হয়েছে, তবে কার্যকর কোন ফল পাওয়া যায়নি। এক্ষেত্রেও এমটাই হবে বলে আমার আশংকা। আর উদ্বুদ্ধকরণের মাধ্যমে কিছু অবদান যদি পাওয়াও যায়, সেসব হবে শুধু বাংলাদেশের বিশেষ কিছু দর্শনীয় স্থান সম্পর্কে, এদিয়ে উইকিভয়েজের মতো প্রকল্প চলতে পারেনা। তাছাড়া বাংলা উইকিপিডিয়ার যারা নিয়মিত অবদানকারী তাদের বেশির ভাগেরই উইকিভয়েজে অবদান রাখার কোন অভিজ্ঞতা নেই। তাই শুরু করার জন্য করলে হয়তো কিছুদিন চলবে, তারপর সব ঝিমিয়ে যাবে। তাই আমাদের বরং বাংলা উইকিপিডিয়ার বিভিন্ন এলাকা ভিত্তিক নিবন্ধগুলোতেই বেশি মনোযোগ দেয়া এখনকার জন্য ঠিক হবে।
তন্ময়
2012/11/17 Nasir Khan nasir8891@gmail.com
উইকিপিডিয়া এবং উইকিভয়েজে তথ্য উপস্থাপনের ধরনটি আলাদা। আর এই কারনেই আমি এটি চালু করার পক্ষে। বর্তমানে স্বেচ্ছাসেবকের সংখ্যা কম, এই কম অনেকদিন থেকেই আছে। উইকিভয়েজের বিষয় হল ভ্রমন, আর বর্তমানে ভ্রমন বিষয়ে প্রায় প্রতিটি সংবাদপত্রে নিবন্ধ ছাপা হয়। অনেকে নিজের ব্লগে লিখছেন, ফেববুকেও রয়েছে একাধিক গ্রুপ। পাশাপাশি ভ্রমনের সাথে সংস্লিষ্ট প্রতিষ্ঠান বা গ্রুপগুলোও নিয়মিত লেখা পোস্ট করছে। অর্থাৎ ভ্রমন বিষয়টি নিয়ে অনেকেই লিখছেন। আমরা তাদেরকে এখানে অংশগ্রহনের জন্য উদ্বুদ্ধ করতে পারি। আর সকলের লেখার আগ্রহের বিষয় এক হবে এটাও বাধ্যতামূলক নয়, তাই বর্তমানে যারা বাংলা উইকিতে কাজ করছেন তারাই যে উইকিভয়েজে লিখবেন এমন নাও হতে পারে। আর লেখার পাশাপাশি বহু সংখ্যক ছবি সংগ্রহেও সুযোগ থাকবে এখানে।
অনেকেই এটি চালু না করার পক্ষ মত দিচ্ছেন, প্রাথমিক কারণ স্বেচ্ছাসেবকের সংখ্যা কম এবং বাংলা উইকি উন্নয়ন প্রয়োজন প্রথমে। তবে বাংলা উইকিতে এখন স্বেচ্ছাসেবক যতজন রয়েছেন তারা নিয়মিত কিছুটা করে সময় দিলেই নির্বাচিত নিবন্ধ, ভালো নিবন্ধের সংখ্যা বাড়াতে পারি। আর বিষয় ভিত্তিক প্রয়োজনীয় নিবন্ধের তালিকা করে সেই অনুযায়ি নিবন্ধ তৈরী ও মান উন্নয়নের কাজ শুরু করা যেতে পারে।
আপানারা সময় নিতে পারবেন জানালে নতুন উইকি প্রকল্পের মাধ্যমে এই কাজগুলো শুরু করতে চাই, আপনাদের কি মতামত?
-- Nasir Khan Saikat http://profiles.google.com/nasir8891*
2012/11/16 Tonmoy Khan tonmoy.du@gmail.com
আমিও মনে করি আমাদের এই মূহুর্তে যথেষ্ট সংখ্যক সেচ্ছাসেবক নেই এধরণের আরও একটি প্রকল্প শুরু করার। বাংলা উইকিপিডিয়া ছাড়া অন্য প্রকল্পগুলোতে সেচ্ছাসেবকের সংখ্যা খুবই নগন্য। এছাড়া বাংলা উইকিপিডিয়াতেও আমাদের অনেক দূর যেতে হবে। তাই এখন আমাদের কোর বিষয় গুলোতেই বেশি মনোযোগ দেয়া উচিৎ।
ধন্যবাদ তন্ময়
2012/11/16 Jayanta Nath jayantanth@gmail.com
আমিও তানভিরের সাথে একমত, আমাদের এত স্বেচ্ছাসেবক কোথায়? একটা প্রকল্প সুরু করাই যথেষ্ট নয়। আমাদের সেই লোকবল নেই এটা বাস্তব এটা মেনে, এখনই নতুন কোনো প্রকল্প শুরু করা উচিত হবে না বলে আমি মনে করি।
জয়ন্ত
Wikipedia-BN mailing list Wikipedia-BN@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
-- Ali Haidar Khan (tOnmOy) Treasurer Wikimedia Bangladesh
Wikipedia-BN mailing list Wikipedia-BN@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
Wikipedia-BN mailing list Wikipedia-BN@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn