[image: WikipediaAsianMonth-en.svg] https://bn.wikipedia.org/wiki/%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0:WikipediaAsianMonth-en.svg *উইকিপিডিয়া এশীয় মাস* (ইংরেজি https://bn.wikipedia.org/wiki/%E0%A6%87%E0%A6%82%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9C%E0%A6%BF_%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B7%E0%A6%BE: Wikipedia Asian Month) ২০১৫ খ্রিস্টাব্দের নভেম্বর মাস জুড়ে অনুষ্ঠিতব্য একটি অনলাইন এডিটাথন বিশেষ, যার মাধ্যমে এশিয়ার বিভিন্ন উইকিপিডিয়া সম্প্রদায়ের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে। [ভারত] ও [বাংলাদেশ] ব্যতিরেকে এশিয়ার অন্যান্য দেশ সম্বন্ধীয় নিবন্ধের সংখ্যা ও গুণমান বৃদ্ধি করাই হল [বাংলা] উইকিপিডিয়ায় এই এডিটাথনের মূল উদ্দেশ্য।
উইকিপিডিয়া এশীয় সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্বের একজন অংশীদার হিসেবে প্রত্যেক অংশগ্রহণকারী, যারা অন্ততঃ পাঁচটি নিবন্ধ তৈরী করবেন, তাঁরা অন্য অংশগ্রহণকারী দেশ থেকে একটি উইকিপিডিয়া পোস্টকার্ড উপহার হিসেবে পাবেন। প্রত্যেক উইকিপিডিয়া থেকে যে সমস্ত উইকিপিডিয়ান সবচেয়ে বেশি নিবন্ধ তৈরী করবেন, তাঁকে *উইকিপিডিয়া **এশীয় অ্যাম্বাসেডর* উপাধিতে সম্মানিত করা হবে। *নিয়মাবলী*
- - নিবন্ধটি নতুন হতে হবে। পুরাতন অসম্পূর্ণ নিবন্ধের মানোন্নয়ন করা চলবে না। - নিবন্ধে অন্ততঃ ৩,৫০০ বাইট ও ৩০০ শব্দ থাকতে হবে। - নিবন্ধটিকে উল্লেখযোগ্য https://bn.wikipedia.org/wiki/%E0%A6%89%E0%A6%87%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE:%E0%A6%89%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%87%E0%A6%96%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A4%E0%A6%BE হতে হবে। - নিবন্ধে নিরপেক্ষ ও উল্লেখযোগ্য তথ্যসূত্র থাকতে হবে; বিতর্কিত বক্তব্য সমর্থনের জন্য প্রয়োজনীয় তথ্যসূত্র থাকতে হবে। - যান্ত্রিক অনুবাদ গ্রাহ্য হবে না এবং রচনাশৈলী ও ভাষা সুন্দর হতে হবে। - নিবন্ধে কোন ট্যাগ থাকা চলবে না, অর্থাৎ নিখুঁত হতে হবে। - নিবন্ধটিকে তালিকা হওয়া চলবে না। - নিবন্ধটিকে তথ্যবহুল হতে হবে। - নিবন্ধটি ১লা নভেম্বর, ২০১৫ রাত্রি ১২:০১ থেকে ৩০শে নভেম্বর, ২০১৫ এর মধ্যে তৈরী ও রিপোর্ট করতে হবে। - মনে রাখুন: নিবন্ধটি গৃহীত হবে কি হবে না, তা এই এডিটাথনের সংগঠক সমস্ত দিক বিচার করে নির্ধারণ করবেন।
বিস্তারিত জানতে নীচের পাতা দুইটি দেখুন
- https://meta.wikimedia.org/wiki/Wikipedia_Asian_Month - https://bn.wikipedia.org/s/2n8l