শুরুতেই উইকিপিডিয়ায় সম্পাদনায় আগ্রহ দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
আপনি ঠিক কি সমস্যার সম্মুখীন হচ্ছেন তা নির্দিষ্ট করে বললে আপনার প্রশ্নের উত্তর দিতে সুবিধা হতো। এমনিতে উইকিপিডিয়ার ইউজার ইন্টারফেস যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি বলেই সবাই মত দেয়। ২/১ দিন একটু বুঝে শুনে সম্পাদনা করলে আশা করি আপনিও সব কিছু অনেক সহজেই করতে পারবেন।
আপনার বোঝার সুবিধার জন্য এখানে https://bn.wikipedia.org/s/j2w দেখতে পারেন। খুব সহজভাবে মৌলিক বিষয়গুলো এখানে ব্যাখা করা আছে। তারপরেও কোন জিজ্ঞাসা থাকলে নিঃসঙ্কোচে করতে পারেন।
উইকিপিডিয়ায় আপনার সম্পাদনা শুভ হোক। ধন্যবাদ।
Regards Masum-al-Hasan Rocky