প্রিয় সবাই,
শুভেচ্ছা। আগামী ২৭ জানুয়ারি বাংলা উইকিপিডিয়া ১৩ বছরে পদার্পণ করবে। এ উপলক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশ ঢাকায় বর্ণাঢ্য আয়োজনের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে আমরা এ ঐতিহাসিক দিনটি পালন করতে চাই। এই আয়োজনে আপনিও আমাদের সাথে যোগদান করতে পারেন!
এ আয়োজনে অংশ নিতে চাইলে নিবন্ধন করুন [১] ২৩ জানুয়ারি’র মধ্যে। ২৪ জানুয়ারি আমরা নির্বাচিতদের ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেব।
অনুষ্ঠানের স্থান:* বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) মিলনায়তন, বিডিবিএল ভবন (ষষ্ঠ তলা - পশ্চিম), ১২ কাওরান বাজার, ঢাকা - ১২০৫ * সময়: *২৭ জানুয়ারি, ২০১৭ (দুপুর ২টা-৫ টা)*
পুরো আয়োজনের বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়: https://bd.wikimedia.org/s/t7
এই আয়োজন সম্পর্কিত যেকোন পরামর্শ বা মতামত আমাদের info-bn@wikimedia.org ও info@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করে জানাতে পারেন।
সবার জন্য শুভকামনা।