প্রিয় সবাই,
শুভেচ্ছা নেবেন। সম্প্রতি বাংলা উইকিঅভিধান ভুক্তি সংখ্যার হিসাবে এক লক্ষ ভুক্তির মাইলফলক অর্জন করেছে। বাংলা উইকিপিডিয়ার পর এটি দ্বিতীয় বাংলা প্রকল্প যার বিষবস্তুর সংখ্যা এক লক্ষ অতিক্রম করলো। বর্তমানে বাংলা উইকিঅভিধানের ভুক্তি সংখ্যা *১,০০,৮৯৩ https://bn.wiktionary.org/wiki/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7:%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%82%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8 * টি।
সম্প্রতি সমাপ্ত হওয়া উইকিঅভিধান ভুক্তি প্রতিযোগিতা ২০২৪ <bn.wiktionary.org/wiki/উইকিঅভিধান:উইকিঅভিধান_ভুক্তি_প্রতিযোগিতা_২০২৪> চলাকালীন সময়ে এই লক্ষমাত্রা অর্জিত হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে এই প্রতিযোগিতা চলাকালীন সময়ে ৯,১১৭টি নতুন ভুক্তি তৈরি করা হয়েছে। প্রতিযোগিতার আয়োজক হিসাবে আমি এতে অংশ নেওয়া সহ ও বিভিন্নভাবে সাহায্য করা সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি, সকলের অংশগ্রহণ ব্যতীত এই লক্ষ্য অর্জন করা সম্ভব ছিলো না।
ধন্যবাদ,