প্রিয় উইকিমিডিয়ান,
উইকিমিডিয়া কমন্সের "*বছরের নির্বাচিত ছবি ২০১৮*" প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে!
দুইটি রাউন্ডে, ব্যবহারকারীগণ তাদের পছন্দের মিডিয়া ফাইলগুলির জন্য ভোট করেছেন। প্রথম পর্বে ৯৬৩ টি ছবির জন্য ২৯৮৩ জন ভোট করেছেন এবং দ্বিতীয় পর্বে ৩৪৯৬ জন ভোট করেছেন ৫৭ টি চুড়ান্ত ছবির জন্য।
প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন! সুন্দর মিডিয়া ফাইল তৈরি এবং মুক্ত লাইসেন্সের অধীনে তা প্রকাশ করার জন্য ধন্যবাদ।
১. বিজয়ী ছবির জন্য ৪৩৯ জন ভোট করেছেন, চিত্র:Evolution of a Tornado.jpg https://commons.wikimedia.org/wiki/File:Evolution_of_a_Tornado.jpg। ২. দ্বিতীয় স্থানে থাকা ছবির জন্য, ৩৬১ জন ভোট করেছেন, চিত্র:FCAB EMD GT22CU-3 San Pedro - Ascotan.jpg https://commons.wikimedia.org/wiki/File:FCAB_EMD_GT22CU-3_San_Pedro_-_Ascotan.jpg । ৩. তৃতীয় স্থানে থাকা ছবির জন্য, ৩৫৬ জন ভোট করেছেন, চিত্র:Frostedbubble2.jpg https://commons.wikimedia.org/wiki/File:Frostedbubble2.jpg।
*শীর্ষ ছবিগুলি দেখতে এখানে ক্লিক করুন »* https://commons.wikimedia.org/?curid=76191244
অংশগ্রহণকারী সকল ভোটাদাতাদের আন্তরিক ধন্যবাদ। আপনার কাজ শেয়ার করার https://commons.wikimedia.org/wiki/Special:UploadWizard মাধ্যমে কমন্স সম্প্রদায়ে অংশগ্রহণের জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
ধন্যবাদ, বছরের নির্বাচিত ছবি কমিটি https://commons.wikimedia.org/wiki/Commons:Picture_of_the_Year/2018/Committee