বোধিসত্ত্ব দা, শুভেচ্ছা। অনেক দিন পরে আপনাকে সরাসরি লিখছি। ভালো লাগছে।উদ্যোগ চমৎকার।উপকৃত হবে সম্প্রদায়। শুভকামনা!
With best regards,S A Medu=================
On Monday, October 1, 2018, 7:05:53 AM GMT+3, Bodhisattwa Mandal bodhisattwa.rgkmc@gmail.com wrote:
খুবই দুঃখিত, ভিডিওর ইউটিউব লিঙ্কগুলো ঠিক মত দেওয়া হয়নি। ঠিক করে আবার দিলাম।
ভিডিওর ইউটিউব লিঙ্ক এখানে পাবেন - * লে হালুয়া * মায়ের নজর * দুনিয়া যখন দোরগোড়ায়
On Mon, 1 Oct 2018 at 07:57, Bodhisattwa Mandal bodhisattwa.rgkmc@gmail.com wrote:
সুধী,
একথা অত্যন্ত আনন্দের সাথে সকলের অবগতির জন্য জানাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল উইকিমিডিয়ান্স ইউজার গ্রুপের উদ্যোগে এবং উইকিমিডিয়া ফাউন্ডেশনের নতুন পাঠক প্রকল্পের সহায়তায় উইকিসংকলনের তিনটি সচেতনতা ভিডিও গতকাল ইউজার গ্রুপের ইউটিব চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে।
এই প্রকল্প সম্বন্ধে বিস্তারিত এখানে পাওয়া যাবে।
ভিডিওর ইউটিউব লিঙ্ক এখানে পাবেন - * লে হালুয়া * মায়ের নজর * দুনিয়া যখন দোরগোড়ায় ভিডিওর কমন্স লিঙ্ক পাবেন এখানে - * লে হালুয়া * মায়ের নজর * দুনিয়া যখন দোরগোড়ায় এই প্রকল্পের সঙ্গে যারা যুক্ত ছিলেন, তাঁরা হলেন, * পরিচালক - ঈশান শর্মা * সিনেমাটোগ্রাফার - সুখানসার সিং * কার্য্যনির্বাহী প্রযোজক - আর্য্যমান নাথ * শব্দ পরিচালক - সুকৃত সেন * ফোকাস পুলার - থিওড্রস ট্যাডিসি * সহকারী পরিচালক - স্নেহা দাস * চলচ্চিত্র সম্পাদক - হিমাংশু কাম্বলে * কালারিস্ট - পঙ্কজ নেলসন * অভিনয়ে - শ্রাবন্তী ভট্টাচার্য, অবিনাশ * উইকিসংকলন দল - বোধিসত্ত্ব মণ্ডল, হৃষীকেশ সেন, মাহির মোর্শেদ, জয়ন্ত নাথ * সমন্বয়কারী - সতদীপ গিল * প্রযোজনা সংস্থা - উইকিমিডিয়া ফাউন্ডেশন
এই প্রকল্পের সঙ্গে যুক্ত সকলকে ইউজার গ্রুপের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।
বোধিসত্ত্ব