সুধী, শুভেচ্ছা নেবেন। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ এবার ‘উইকি লাভস মনুমেন্টস’ ছবি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।সপ্তমবারেরমত অনুষ্ঠিত হতে যাওয়া উইকিপিডিয়া সম্প্রদায় আয়োজিত সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে ছবি তোলার প্রতিযোগিতা ‘উইকি লাভস মনুমেন্টস (ডব্লিউএলএম) ‘ গিনেজ বুকের রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় ছবি প্রতিযোগিতা। এটি প্রতি বছর সেপ্টেম্বরে বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলো স্ব-স্ব স্থাপনার ছবি নিয়ে অংশগ্রহণ করে।
২০১০ সাল থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় দেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার তালিকা নিয়ে বাংলাদেশ এবারই প্রথম অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। চলুন সবাই মিলে বাংলাদেশের সবগুলো প্রত্নতাত্ত্বিক স্থাপনার ছবির একটি স্থায়ী সংগ্রহশালা তৈরি করি।
এ প্রতিযোগিতাটি আয়োজন করছে উইকিমিডিয়া বাংলাদেশ ও এতে সহযোগিতা করছে সাতটি ফটোগ্রাফিক ক্লাব (অ্যামেচার ফটোগ্রাফি, ট্রাভেলারস্ অব বাংলাদেশ, গ্রাসহপারস, থ্রো দ্য লেন্স, রাজশাহী ফটোগ্রাফি সোসাইটি, শাহাজালাল বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশন্স ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি)।
আপলোড ও বিস্তারিত: commons.wikimedia.org/http://commons.wikimedia.org/wiki/COM:WLMBD2016wiki/COM:WLMBD2016http://commons.wikimedia.org/wiki/COM:WLMBD2016 ধন্যবাদ
---
Nahid Sultan User:NahidSultanhttps://meta.wikimedia.org/wiki/User:NahidSultan on all Wikimedia Foundationhttps://en.wikipedia.org/wiki/Wikimedia_Foundation's public wikis Member of Wikimedia ombudsman commissionhttps://meta.wikimedia.org/wiki/Ombudsman_commission Secretary, Wikimedia Bangladeshhttps://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh http://blog.nahidsultan.xyz/ Facebook | Nahid Sultanhttps://www.facebook.com/Nahidunlimited Twitter | @nahidunlimitedhttps://twitter.com/nahidunlimited