রাজশাহী উইকিপিডিয়া সম্প্রদায়কে ধন্যবাদ আড্ডাটি আয়োজন করার জন্য। আড্ডার খবরটি উইকিমিডিয়া বাংলাদেশের সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে শেয়ার করা হয়েছে :)
---Nahid SultanUser:NahidSultan on all Wikimedia Foundation's public wikisMember of Wikimedia ombudsman commissionSecretary, Wikimedia Bangladeshhttp://wikimedia.org.bdFacebook | Nahid SultanTwitter | @nahidunlimited Date: Wed, 4 May 2016 22:18:31 +0600 From: nahid.rajbd09@gmail.com To: wikipedia-bn@lists.wikimedia.org Subject: [Wikipedia-BN] রাজশাহী উইকিপিডিয়ানদের মিটআপ কার্যক্রম
আজকে, ৪ মে, ২০১৬ , বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে রাজশাহী উইকিপিডিয়ানেদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তখন বিকেল মাত্র ৫:১৫ মিনিট। এতে করেই প্রায় কয়েকজন এর কল আসতে শুরু করে। আগত উইকিপিডিয়ানদের আগ্রহ দেখে এবং আমার দেরি হওয়াতে আমি নিজেই লজ্জিত হয়েছি কিঞ্চিৎ। নির্ধারিত সময়ের ১০ মিনিট পরে আমাদের সভা শুরু হয় ক্যাফেটেরিয়ার পাশের খোলা স্থান এ। এখানেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম আধুনিক স্থাপত্যের নিদর্শন রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনার অবস্থিত।
বিকেলে মিটাপ এর সাধারন উদ্দেশ্য নিয়ে আলোচনা শুরু করে সবাইকে আলোচনায় অংশগ্রহনের জন্য আহ্বান করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় উইকি ক্লাব এর বর্তমান অবস্থা এবং কার্যক্রম নিয়ে আলোচনা শুরু করে উইকি ক্লাব এর বর্তমান কনভেনার এ জামান সাগর। এরপর উইকিমিডিয়া বাংলাদেশের সদস্যতা এবং এর বিভিন্ন সুবিধা নিয়ে কথা বলেন মুসফিকুর রহমান তিনি উইকিমিডিয়া বাংলাদেশের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সম্প্রদায় পরিচালক (আঞ্চলিক কার্যক্রম) হিসেবে নিযুক্ত রয়েছেন। সভা থেকে প্রায় ৯ জন নতুনভাবে উইকিমিডিয়া বাংলাদেশ ফাউন্ডেশান এ সদস্য হওয়ার ইচ্ছা পোষন করে।
এরপরে রাজশাহীতে ভলানটিয়ারি বেইজড কার্যক্রম এর অবস্থা সম্পর্কে আলোচনায় অংশ নেয় টেক্সল্যাব এর প্রতিষ্ঠাতা ইমরান এ সাগর। উইকিপিডিয়া কর্মশালা আয়োজন করার বিভিন্ন দিক এবং কার্যক্রম এর বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন রাজশাহী উইকিপিডিয়ান কমিউনিটি এর অন্যতম সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি এর প্রেসিডেন্ট এম এন নাহিদ।
অনুষ্ঠানটি সঞ্চালক হিসেবে গ্রহিত পদক্ষেপ এর সারমর্ম তুলে ধরে আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করি সেখানেই। ততক্ষনে ১৮ জন উইকিপিডিয়ান যোগ দিয়েছেন আমাদের সাথে
সবাইকে নিয়ে পরবর্তি আড্ডা শুরু হয় আবারো উন্মুক্ত চা স্টলের টেবিলে। সেখানে উইকিপিডিয়া সম্পাদনার সময় বিভিন্ন সমস্যার সমাধান সহ অফ টপিক্স বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলতে থাকে। আর এর মধ্যে চলতে থাকে আমাদের চা চক্র।
গৃহিত পদক্ষেপ এবং অনুষ্ঠানের বিভিন্ন ছবি পাওয়া যাবে মেটা উইকির ইভেন্ট পাতাতে। মেটা উইকির ইভেন্ট পাতার লিংক: https://goo.gl/BISBHd
- নাহিদ হোসেন, সম্প্রদায় পরিচালক (আঞ্চলিক কার্যক্রম), উইকিমিডিয়া বাংলাদেশ
_______________________________________________ Wikipedia-BN mailing list Wikipedia-BN@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn