সুধী,
উইকিউপাত্তের অষ্টম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত *বাংলা চলচ্চিত্র ডাটাথন* চলছে, যা *আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে*। বিস্তারিত দেখুন: https://w.wiki/jQT https://www.wikidata.org/wiki/Wikidata:Eighth_Birthday/Bangladesh/Cinema_datathon ।
উক্ত পাতায় কিছু তালিকা প্রস্তুত করে রাখা আছে। ডাটাথনের জন্য চলচ্চিত্রের নতুন আইটেম তৈরির পাশাপাশি বর্তমানে আছে এরকম বাংলা ভাষার চলচ্চিত্রের আইটেমগুলোতেও তথ্য যোগ করতে পারেন। তথ্য হিসেবে আইটেমের instance of বা নিদর্শন, genre বা ধরন, country of origin বা উৎপত্তির দেশ, original language of film or TV show বা কর্মের মূল ভাষা, publication date বা প্রকাশনার তারিখ, cast member বা কুশীলব, composer বা সুরকার, duration বা স্থিতিকাল, color বা রঙ প্রভৃতি তথ্য যুক্ত করুন। উদাহরণ হিসেবে দেখুন: https://www.wikidata.org/wiki/Q100994435%E0%A5%A4
নিজের নাম যুক্ত করুন এখানে: https://w.wiki/jaX%E0%A5%A4 "অংশগ্রহণকারী" অনুচ্ছেদে তিনটি টিল্ডা চিহ্নের (~~~) মাধ্যমে স্বাক্ষর করুন।
ডাটাথনে আপনাদের সক্রিয় অংশগ্রহণ কাম্য। :)
শুভেচ্ছাসহ, অংকন ঘোষ দস্তিদার