প্রিয় সবাই,
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে আলোচনা করতে *৬ নভেম্বর রাত ৮ টায় (বাংলাদেশ সময়)* নির্বাচন করে ছিলাম। যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যারা অংশগ্রহণ করতে পারেনি তাদের সবাইকে পরবর্তী আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। আমাদের আলোচনার উপর ভিক্তি করে আপনাদেরকে এই ফর্মটি https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe93AMlWkgUMFgg-pcYcwqI0hb7K7GkbEFyVGt4Z0lxZotq-Q/viewform?usp=sf_link পূরণ করার মাধ্যমে প্রতিক্রিয়া জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। এই প্রতিক্রিয়া যারা অংশগ্রহণ করেছিলেন এবং যারা অংশগ্রহণ করেননি, এমনকি নিয়মিত, অ-নিয়মিত এবং নতুন ব্যবহারকারীদেরও জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ!
১. https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe93AMlWkgUMFgg-pcYcwqI0hb7K7GkbEFy...
ধন্যবাদ, জনি