Got it.
On Monday, May 27, 2024 at 09:27:28 PM GMT+5:30, Shabab Mustafa shabab.mustafa@gmail.com wrote:
সুধী,
আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলা উইকিপিডিয়ার ২০ বছর পূর্তি উদ্যাপনের অংশ হিসেবে এবছর উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে ‘বাংলা উইকিসম্মেলন ২০২৪’ অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মধ্যে মতামত ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন সমস্য ও জটিলতার সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। বাংলাভাষী উইকিমিডিয়ানদের অংশগ্রহণে এই সম্মেলন ২০২৪ সালের অক্টোবর মাসে বাংলাদেশের ঢাকার সন্নিকটে অনুষ্ঠিত হবে।
এই আয়োজনটি সুন্দর এবং সফল করতে আমাদের আরও কিছু স্বেচ্ছাসেবী প্রয়োজন, যারা মূল আয়োজক দলের সহযোগী হিসেবে বিভিন্ন উপদলে ভাগ হয়ে কাজ করবেন।
বর্তমানে তিনটি উপদল রয়েছে। যথা:
- বৃত্তি নির্ধারণকারী উপদল
- অনুষ্ঠান বিন্যাস উপদল
- কার্য পরিচালনা উপদল
স্বেচ্ছাসেবকবৃন্দ উপদলগুলোর সাথে কাজ করার সুবাদে দলগত কাজের মাধ্যমে নিজেদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং উদ্ভাবনী প্রভিতা বিকাশের সুযোগ পাবেন।
আগ্রহী স্বেচ্ছাসবকগণ উপদলগুলোতে যোগ দেওয়ার জন্য এই গুগল ফর্মটি পূরণ করতে পারেন: https://forms.gle/uHvdJjdqem9gz2AC6
ধন্যবাদ।
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর মূল আয়োজক দলের পক্ষে-
শাবাব মুস্তাফা
--- Shabab Mustafa _______________________________________________ wikipedia-bn mailing list To unsubscribe send an email to wikipedia-bn-leave@lists.wikimedia.org