প্রিয় সবাই,
উইকিমিটআপ ঢাকা ১২ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টির কারণে অনেকেই আসতে না
পারলেও আমরা আট জন উপস্থিত ছিলাম ও প্রায় তিন ঘণ্টা ব্যাপী এই আড্ডায়
উইকিপিডিয়া ও এই মুভমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আড্ডায়
উইকিমিডিয়া বাংলাদেশের বর্তমান অবস্থা ও পরবর্তী কার্যক্রম নিয়ে
অংশগ্রহণকারীদের জানানো হয়। সেই সাথে আগ্রহীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও
দেওয়া হয়। টিএসসির ভিতরে বিকাল সাড়ে পাঁচটায় শুরু হওয়া এই মিটআপ শেষ
পর্যন্ত শেষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের পাশে। আড্ডাতে আমরা
সদ্য ইন্ডিয়া থেকে ঘুরে আসা বন্ধুদের মিস করেছি, কারণ তাঁদের আলোচনার
বিস্তারিত জানানোও এই মিটআপের একটি অংশ ছিলো। কিন্তু মনে হয় বৃষ্টিই সব
ভেস্তে দিয়েছে।
যা হোক, যাঁরা এই মিটআপ মিস করছেন, আশা করছি সামনে কোথাও, কোনোখানে
তাঁরা আবার অংশ নেবেন!
সবাইকে শুভেচ্ছা।
তানভির