সুধী,
উইকিমিডিয়া বিশ্বের বিভিন্ন সংবাদ, প্রবন্ধ, উইকিমিডিয়ানদের সাক্ষাৎকার নিয়ে
বাংলা ভাষার অনলাইন সাময়িকী উইকিবার্তা http://wikibarta.wikimedia.org.bd/র
পরবর্তী সংখ্যার জন্য লেখা আহ্বান করা হচ্ছে।
উইকিপিডিয়া থেকে শুরু করে উইকিমিডিয়ার যেকোনো প্রকল্প নিয়ে লেখা প্রবন্ধ,
সংবাদ কিংবা আপনার ভাবনা পাঠান আমাদের কাছে। বিষয় হতে পারে আঞ্চলিক, জাতীয়,
আন্তর্জাতিক, কিংবা উইকিবার্তার নতুন কোনো বিভাগ সম্পর্কিত ভাবনা।
উইকি-সম্পর্কিত কার্যক্রম আয়োজন নিয়ে লেখাও পাঠাতে পারেন। কোনো প্রতিযোগিতা
নিয়ে আপনার অভিজ্ঞতা, বর্তমান বিভাগ সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন
আমাদের। যাচাই-বাছাই শেষে আপনার লেখা প্রকাশিত হবে উইকিবার্তার পরবর্তী
সংখ্যায়।
লেখার সাথে আপনার নাম যুক্ত করবেন এবং বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক ছবি/ছবির
লিঙ্ক (যথাযথ লাইসেন্সের https://bn.wikipedia.org/s/f6l অধীন) যুক্ত করতে
পারেন, ক্যাপশনসহ।
পরবর্তী সংখ্যার জন্য লেখা পাঠানোর শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর, ২০২৪
লেখা পাঠাবার ঠিকানা: wikibarta(a)wikimedia.org.bd
উল্লেখ্য, লেখা পাঠাতে পারবেন যেকোনো সময়েই। প্রকাশিতব্য পরবর্তী সংখ্যার জন্য
সেই লেখা বিবেচিত হবে।
সর্বশেষ সংখ্যা পড়তে পারবেন এখানে:
https://wikibarta.wikimedia.org.bd/issue/october-2023/
wikibarta.wikimedia.org.bd
দোলন প্রভা
প্রিয় সুধি
*আসসালা-মু 'আলাইকুম*
অনেক অনেক দিন, প্রায় ৩ বছর পরে আবারও আপনাদের কাছে হাজির হয়েছি *উইকিবার্তা*র
আরেকটি সংখ্যা নিয়ে।
এতো দীর্ঘ বিরতির মূল কারণটি ছিলো উইকিবার্তার প্রিন্ট সংস্করণ নিয়ে আমাদের
ব্যস্ততা। তবে সবকিছু ছাপিয়ে প্রকৃত কারণটি ছিলো আমাদের দলের সবার ব্যক্তিগত
জীবনে ব্যস্ততা কিংবা ব্যক্তিগত প্রাধান্যের পরিবর্তন।
একারণেই আজকের সংখ্যাটি একটু বেশি বাসি: *অক্টোবর ২০২৩* - প্রায় এক বছর ধরে এই
সংখ্যাটি আমরা রেডি করে রেখে দেয়াসত্ত্বেয় পারিনি প্রকাশ করতে। স্বেচ্ছাসেবার
এটাই বোধহয় *ক্যাভিয়াট - *সময় সবকিছু বদলে দেয়।
তবে আমাদের কাজকে বেগবান করতে এখন থেকে দলের সম্পাদনায় হাল ধরছেন
উইকিমিডিয়ান *দোলন
প্রভা*। তাঁর সাথে আগের মতোই রয়েছেন সহ-সম্পাদক *আল রিয়াজ উদ্দীন*। আমি আমার
দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছি, তবে পদত্যাগ মানে পরিত্যাগ নয়; যতদিন দল
চাইবেন ইনশাআল্লাহ দলের সাথে আছি। তবে বাংলাদেশে যেভাবে সবাই পদত্যাগ করছেন,
তার সাথে এই ত্যাগের কোনো সম্পর্ক নেই, এটা নিছকই কাকতাল — ঠিক যেমনটা নতুন
সম্পাদককে প্রচ্ছদ প্রতিবেদনে পাওয়া আরেকটা কাকতাল। 🙂 (সব স্বেচ্ছাশ্রম থেকেই
একটু অবসর নিচ্ছি আসলে।) এই যে এতোদিন পরে সংখ্যাটা প্রকাশিত হতে চলেছে,
এটাও কিন্তু দোলন দিদি'র উদ্যমী উদ্যোগের ফসল। তাঁকে পেয়ে দলে নতুন উদ্যম কাজ
করছে। এই উদ্যমের সাথে দল উইকিবার্তাকে আরো এগিয়ে নিয়ে যাবেন - এটাই কামনা
থাকবে।
ওয়েব সংস্করণ পড়তে ক্লিক করুন:
https://wikibarta.wikimedia.org.bd
[image: WikiBarta-October-2023-Cover.png]
এই সংখ্যায় হৃষিকেশদা'র সাক্ষাৎকার, সেলেব্রেটেড উইকিমিডিয়ান দোলন প্রভা, অমর
একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও স্বেচ্ছাসেবী
সম্মিলন, উইকিফাংশনস, উইকিউক্তি নিয়ে অপূর্ব কিছু নিবন্ধ আছে। সব মিলিয়ে মোট
১৪টি লেখার 'পুরান চাল ভাতে বাড়ে' সংস্করণ বলতে পারেন আরকি। 🙂
বরাবরের মতোই আমরা, ফেসবুক কমেন্ট ফিচারের সহায়তায় আপনাদের অংশগ্রহণ প্রত্যাশা
করি - জানতে চাই আপনাদের মন্তব্য, ভালোলাগা, মন্দলাগা...।
আর এটা সম্পাদক হিসেবে আমার শেষ সম্পাদকীয়:
https://wikibarta.wikimedia.org.bd/article/1826/
ধন্যবাদ উইকিবার্তার প্রদায়কদের, সম্পাদকমণ্ডলীকে, কারিগরী দল এবং
স্বেচ্ছাসেবকদেরকেও।
স্বাগতম!
*Mayeenul Islam*
*Full-Stack PHP Developer*
✉️ Email: wz.islam(a)gmail.com
👨💻 CV: mayeenulislam.github.io
✍️ Blog: nishachor.com
*Bangla Wikipedia* Editor <https://bn.wikipedia.org/s/23ar>| Founding
member of Wikimedia Bangladesh
<https://bd.wikimedia.org/wiki/নির্বাহী_পরিষদ/২০১১-১৬/en>
সুপ্রিয় সুধী,
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি
বিবেচনায় বৃত্তি নির্ধারণী উপদল শুধুমাত্র ভৌগলিকভাবে বাংলাদেশে অবস্থানরত
উইকিমিডিয়ানদের জন্য বাংলা উইকিসম্মেলনে অংশগ্রহণের বৃত্তির আবেদনের সময়সীমা
বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী বাংলাদেশে অবস্থানরত
উইকিমিডিয়ানগণ আগামী *৭ আগস্ট* পর্যন্ত বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নতুন
সময়সীমা পূর্বে প্রকাশিত বৃত্তির আবেদন পর্যালোচনা প্রক্রিয়ার সময়রেখায়
<https://bd.wikimedia.org/wiki/বাংলা_উইকিসম্মেলন_২০২৪/বৃত্তি#সময়রেখা> কোনো
প্রভাব ফেলবে না। বিশেষভাবে উল্লেখ্য যে, ৩১ জুলাইয়ের পর কোনোভাবেই বাংলাদেশের
বাইরে থেকে আসা কোনো বৃত্তির আবেদন বিবেচনায় নেওয়া হবে না।
বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন
<https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfCEqY3lwPpBx7JPYTyYtyi4MEPYf2M6qk…>
।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV
বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতা
<https://bd.wikimedia.org/wiki/%E0%A6%86%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AA:%E0%A6%A…>
অথবা bnwikiconference(a)wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করার মাধ্যমে করতে
পারেন।
বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে,
--
*শাকিল হোসেন *(he/him)
সদস্য, বৃত্তি নির্ধারণী উপদল
প্রিয় সবাই,
আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট
শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে
<https://www.google.com/url?q=https://www.google.com/url?q%3Dhttps://bd.wiki…>বাংলা
উইকিসম্মেলন ২০২৪
<https://www.google.com/url?q=https://www.google.com/url?q%3Dhttps://bd.wiki…>-এর
জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি
সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার
অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য
। সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত
করে।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন
<https://www.google.com/url?q=https://www.google.com/url?q%3Dhttps://docs.go…>
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল
<https://www.google.com/url?q=https://www.google.com/url?q%3Dhttps://w.wiki/…>
কর্তৃক
কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং
যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
* প্রেজেন্টেশন
* প্যানেল আলোচনা
* সংক্ষিপ্ত অধিবেশন
* কর্মশালা
* পোস্টার অধিবেশন
* হ্যাকাথন
* আড্ডা
* সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন:
https://w.wiki/AfMD
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা
bnwikiconference(a)wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক
নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে,
User:ZI Jony
সদস্য, অনুষ্ঠান বিন্যাস উপদল