সুপ্রিয় সুধী,
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি
বিবেচনায় বৃত্তি নির্ধারণী উপদল শুধুমাত্র ভৌগলিকভাবে বাংলাদেশে অবস্থানরত
উইকিমিডিয়ানদের জন্য বাংলা উইকিসম্মেলনে অংশগ্রহণের বৃত্তির আবেদনের সময়সীমা
বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী বাংলাদেশে অবস্থানরত
উইকিমিডিয়ানগণ আগামী *৭ আগস্ট* পর্যন্ত বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নতুন
সময়সীমা পূর্বে প্রকাশিত বৃত্তির আবেদন পর্যালোচনা প্রক্রিয়ার সময়রেখায়
<https://bd.wikimedia.org/wiki/বাংলা_উইকিসম্মেলন_২০২৪/বৃত্তি#সময়রেখা> কোনো
প্রভাব ফেলবে না। বিশেষভাবে উল্লেখ্য যে, ৩১ জুলাইয়ের পর কোনোভাবেই বাংলাদেশের
বাইরে থেকে আসা কোনো বৃত্তির আবেদন বিবেচনায় নেওয়া হবে না।
বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন
<https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfCEqY3lwPpBx7JPYTyYtyi4MEPYf2M6qk…>
।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV
বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতা
<https://bd.wikimedia.org/wiki/%E0%A6%86%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AA:%E0%A6%A…>
অথবা bnwikiconference(a)wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করার মাধ্যমে করতে
পারেন।
বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে,
--
*শাকিল হোসেন *(he/him)
সদস্য, বৃত্তি নির্ধারণী উপদল
প্রিয় সবাই,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া
সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ <https://w.wiki/AWnu>
আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে
অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত
করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে
সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ
প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে
অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই
বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে
অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া
অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।
নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন
করতে পারবেন,
-
উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত
হতে হবে।
-
উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।
বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন
<https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfCEqY3lwPpBx7JPYTyYtyi4MEPYf2M6qk…>।
জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল
<https://bd.wikimedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE…>
কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV
বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন
জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায়
<https://bd.wikimedia.org/wiki/%E0%A6%86%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AA:%E0%A6%A…>
করুন অথবা bnwikiconference(a)wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে,
--
*শাকিল হোসেন *(he/him)
সদস্য, বৃত্তি নির্ধারণী উপদল
প্রিয় উইকিমিডিয়ানগণ,
আশা করি সবাই ভালো ও নিরাপদে আছেন। আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে,
আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় রাত ৮টা হতে ৯টা পর্যন্ত উইকিপিডিয়ানদের অনলাইন
আড্ডা অনুষ্ঠিত হবে। উক্ত আড্ডায় আপনারা সবাই আমন্ত্রিত। আড্ডার বিস্তারিত
পাওয়া যাবে এখানে: https://bd.wikimedia.org/s/2wp
*যুক্ত হওয়ার তথ্যাবলী*
*প্ল্যাটফর্ম*: জুম (Zoom)
*লিংক*:
https://us02web.zoom.us/j/81287901951?pwd=21uqv6ijddfhc6amoy8yT7iIAxPNQs.1
*মিটিং আইডি*: 812 8790 1951
*পাসকোড*: 517982
আড্ডায় বাংলা উইকিসম্মেলনের বৃত্তি আবেদন ও সেশন জমাদান সম্পর্কিত আলোচনা
প্রাধান্য পাবে। এছাড়াও আপনি চাইলে অন্য কোনো এজেন্ডাও প্রকল্প পাতায়
<https://bd.wikimedia.org/s/2wp> যুক্ত করতে পারেন। আরও কোনো জিজ্ঞাসা থাকলে
আমাকে জানাতে পারেন।
ধন্যবাদ।
Yahya
Wikimedia Steward
[image: My user page on Wikimedia Meta]
<https://meta.wikimedia.org/wiki/User:Yahya>[image: Telegram]
<https://telegram.me/UserYahya>
প্রিয় সবাই,
আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া
সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪
<https://bd.wikimedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE…>
আয়োজন
করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত
হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: *জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা*। এই
প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
আবেদন গ্রহণ শেষ হবে *৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯* (ইউটিসি সময়)।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন
<https://docs.google.com/forms/d/1HmNDRGmyCM7fgxqf6Kim3Zdxmw_p1kyXdhpgWNlMeWc>
:
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল
<https://bd.wikimedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE…>
কর্তৃক
কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং
যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: *এই
পাতা*
<https://bd.wikimedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE…>
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা
bnwikiconference(a)wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে,
*মো: জিল্লুর রহমান*
*User:ZI Jony*
সদস্য, অনুষ্ঠান বিন্যাস উপদল