সুধী,
বাংলা উইকিপিডিয়ায় ভালো নিবন্ধের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে উইকিমিডিয়া
বাংলাদেশ একটি মাসব্যাপী *ভালো নিবন্ধ
<https://bn.wikipedia.org/wiki/উইকিপিডিয়া:ভালো_নিবন্ধ> পর্যালোচনা অভিযান *
শুরু করতে যাচ্ছে। আগামী মাস অর্থাৎ জুলাইয়ের প্রথম সপ্তাহে এটি শুরু হবে।
লক্ষ্য বাংলা উইকিপিডিয়ায় অন্তত ১০০টি ভালো নিবন্ধের সংখ্যা বৃদ্ধি। এই
অভিযানে সংশোধনের প্রয়োজন কম এমন ১০০+ নিবন্ধের তালিকা তৈরি করে সেগুলো
পর্যালোচনা করা হবে। অভিযানে অংশগ্রহণে আগ্রহীদের *এই গুগল ফর্মটি*
<https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdx8NwRzjh2icw5sb2A7M5I58qqeXa8OFL…>
পূরণ করার অনুরোধ করছি।
অভিযান শুরুর আগে আগ্রহীদের নিয়ে একটি দিক-নির্দেশনামূলক অনলাইন সভা
(কর্মশালার মতো) আয়োজন করা হবে। ভালো নিবন্ধ পর্যালোচনায় অভিজ্ঞ
ব্যবহারকারীরা এটি পরিচালনা করবেন। তাই* ৪ঠা জুলাইয়ের মধ্যে* ফর্মটি পূরণ
করার অনুরোধ করা হচ্ছে। এই তারিখের পরও ফর্ম পূরণ করা যাবে, তবে যারা ৪
তারিখের মধ্যে পূরণ করবেন তারা সভায় আমন্ত্রণ পাবেন।
আয়োজনের উদ্যোক্তাদের পক্ষে-
Yahya
Wikimedia Steward
[image: My user page on Wikimedia Meta]
<https://meta.wikimedia.org/wiki/User:Yahya>[image: Telegram]
<https://telegram.me/UserYahya>
সুপ্রিয় সুধী,
আপনারা জানেন, বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় গোপনকারী
<https://bn.wikipedia.org/wiki/%E0%A6%89%E0%A6%87%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AA…>
নীতিমালার
অনুমোদন করেছে। এই ঘটনার প্রেক্ষিতে, আমি সহ অন্য একজন প্রশাসক এই অধিকারের
জন্য আবেদন করেছিলাম এবং আমাদের আবেদনগুলো সফল হয়েছে। তথ্য গোপন করার
অনুরোধের প্রক্রিয়াটি সহজ ও নিরাপদ করার লক্ষ্যে গোপনকারীদের পক্ষ থেকে কিছু
উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রদায়কে জানানোর স্বার্থে আমি এখানে লিখছি।
আমি প্রথমেই মনে করিয়ে দিতে চাই কোন ধরণের তথ্যগুলো গোপন করার জন্য অনুরোধ
করা যাবে
১. *অ-প্রকাশ্য ব্যক্তিগত তথ্য অপসারণ:* যেমন ফোন নম্বর, বাড়ির ঠিকানা,
কর্মক্ষেত্র বা ছদ্মনামযুক্ত বা বেনামী ব্যক্তিদের পরিচয় যারা তাদের পরিচয়
প্রকাশ করেননি, বা সাধারণ ব্যক্তি যারা সেই ব্যক্তিগত তথ্যগুলো জনসমক্ষে
প্রকাশ করতে চান না এইরূপ কোন তথ্য।
২. *সম্ভাব্য অবমাননাকর তথ্য অপসারণ।*
৩. *স্বয়ংক্রিয় তালিকা এবং লগগুলোতে নির্লজ্জ আক্রমণ নাম লুকানো:* যেখানে
এটি সম্পাদনার ইতিহাসকে ব্যাহত করে না। যা স্পষ্টতই কাউকে অপমান, হুমকি বা
হয়রানি করার উদ্দেশ্যে করা হয়।
কীভাবে তথ্য গোপন করার অনুরোধ করবেন
আপনি যদি তথ্য লুকানোর জন্য অনুরোধ করতে চান তবে দয়া করে মনে রাখবেন যে
ব্যক্তিগত বিবরণ জনসমক্ষে প্রকাশ করা উচিত নয়। প্রকাশ্যে এইধরণের অনুরোধ
করবেন না। অনুরোধ করার জন্য, oversight-bn-wp(a)wikimedia.org ঠিকানায় ইমেইল
করুন অথবা সরাসরি উইকি ইন্টারফেস ব্যবহার করে বিশেষ:ইমেইল/গোপনকারী
<https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7…>-এর
মাধ্যমে ইমেইল করুন।
পুরো প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
সবাইকে অগ্ৰীম ঈদের শুভেচ্ছা, সকলে সুস্থ ও নিরাপদে থাকুন।
ধন্যবাদ,
--
*শাকিল হোসেন *(he/him)
ফেসবুক <https://www.facebook.com/shakil.MdsHosen/>, টেলিগ্রাম
<https://t.me/ShakilMdsHosen>
সুধী,
অত্যন্ত আনন্দের সাথে সকলকে জানাচ্ছি যে, প্রথম বাংলা গদ্য "ব্রাহ্মণ রোমান
ক্যাথলিক সংবাদ" উইকিসংকলনে আনা সম্ভব হয়েছে।
সপ্তদশ শতাব্দীতে পুর্ববঙ্গের ভূষণা রাজ্যের এক রাজকুমার পর্তুগীজ খ্রিস্টধর্ম
প্রচারকদের দ্বারা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে "দোম আন্তোনিও দো রোজারিও
<https://bn.wikipedia.org/s/e9cg>" নামগ্রহণ করে খ্রিস্ট ধর্ম প্রচারের
উদ্দেশ্যে বাদানুবাদের ভঙ্গীতে ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ নামে একটি পুঁথি
লেখেন। পরবর্তী শতাব্দীতে মানুয়েল দা আস্সুম্পসাঁউ
<https://bn.wikipedia.org/s/i8zo> এই পুঁথিটি পর্তুগীজ ভাষায় অনুবাদ করে
রোমান হরফে নতুন করে লিখে পর্তুগালের শহর এভোরাতে মুদ্রণের জন্য পাঠান। কিন্তু
কোন কারণে এই পুঁথিটি আজ পর্যন্ত ছাপা হয়নি এবং এভোরার পাবলিক গ্রন্থাগারে এটি
যত্ন করে রাখা ছিল। ১৯২৫ সাল নাগাদ অধ্যাপক সুরেন্দ্রনাথ সেন
<https://bn.wikisource.org/s/hifj> এভোরায় এই পুঁথির খোঁজ পান এবং অনেকটা অংশ
নকল করিয়ে আনতে সমর্থ হন, যা ১৯৩৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত
হয়।
অবশেষে এই সম্পূর্ণ পুঁথি এভোরার পাবলিক লাইব্রেরি থেকে উইকিমিডিয়া পর্তুগালের
অর্থানুকূল্যে স্ক্যান হয়েছে এবং উইকিমিডিয়া কমন্সে আপলোড করা হয়েছে। লিঙ্ক
পাবেন এখানে - https://w.wiki/AGMv
এই ঐতিহাসিক মুহূর্তের জন্য উইকিমিডিয়া পর্তুগালের তরফে আন্দ্রে বার্বোসা এবং
এভোরার লাইব্রেরি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ধন্যবাদান্তে,
বোধিসত্ত্ব
পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের পক্ষ হতে
সুপ্রিয় সবাই,
বাংলা উইকিবইয়ে উইকিবই লিখন প্রতিযোগিতা ২০২৪ শীর্ষক একটি মাসব্যাপী বই লিখন
প্রতিযোগিতা শুরু হয়েছে।
উক্ত প্রতিযোগিতায় সকলকে অংশগ্রহণের মাধ্যমে উইকিবইকে সমৃদ্ধ করার আমন্ত্রণ
জানানো হচ্ছে। প্রতিযোগিতায় সফলভাবে অংশগ্রহণকারী সকলকে উইকিমিডিয়া
ফাউন্ডেশনের সহায়তায় পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতার মূল পাতায় বিস্তারিত
তথ্য যুক্ত করা হয়েছে।
বিস্তারিত: https://w.wiki/8yr4
ধন্যবাদ,
শাকিল