সুপ্রিয় উইকিপিডিয়ানবৃন্দ,
২০২৩ সালের আগস্ট মাসের অনলাইন আড্ডায় আপনাদের স্বাগত জানাই।
অনলাইন আড্ডাটি অনুষ্ঠিত হবে আগামী ০৬ আগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টা হতে
রাত ৯:৩০ পর্যন্ত এবং ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিট হতে রাত ৯টা পর্যন্ত।
আড্ডায় অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন করতে এবং বিস্তারিত জানতে দেখুন:
https://bd.wikimedia.org/s/2e8
ধন্যবাদ,
রকি
সূধী,
উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের বৈঠকের আলোচনা সাপেক্ষে আসন্ন ২০২৪
সালে বাংলা উইকিপিডিয়ার ২০ বছরপূর্তি এবং উইকিমিডিয়া বাংলাদেশের ১০ বছরপূর্তি
উদযাপন উপলক্ষে উইকিসম্মেলন আয়োজনের প্রস্তাব করা হয়েছে। এ জন্য সম্প্রদায়ের
মতামত আহ্বান করা হচ্ছে। মতামত প্রদান বা জরিপের অংশ নিতে নিচের লিংকে ক্লিক
করুন।
জরিপে অংশ নিন
জরিপটি আগামী ২৫ জুলাই পর্যন্ত চলবে। আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য আগাম
ধন্যবাদ।
শুভেচ্ছান্তে,
*মাসুম আল হাসান রকি*
*কোষাধ্যক্ষ*
*উইকিমিডিয়া বাংলাদেশ*
*wikimedia.org.bd <https://wikimedia.org.bd/>*
সুপ্রিয় সবাই,
শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত নিবন্ধের উল্লেখযোগ্যতার সমস্যা নিয়ে সবাই
কমবেশি অবগত আছেন, বাংলা উইকিপিডিয়ায় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান নিয়েই
মূলত সমস্যাগুলো হয়ে থাকে। এসম্পর্কিত কার্যকরী একটি নির্দেশনা না থাকার
কারণে নিবন্ধ প্রণেতা, পেট্রোলার ও প্রশাসকদের মূল্যবান সময় এর পিছনে নষ্ট
হচ্ছে।
আমি শুধুমাত্র বাংলাদেশ সম্পর্কিত নিবন্ধগুলো নিয়ে একটি নীতিমালার প্রস্তাব
করেছি <https://w.wiki/6xkp>। প্রস্তাবনাটিতে সম্প্রদায়ের সবার সুচিন্তিত
মতামত আশা করছি।
বিনীত,
--
*শাকিল হোসেন *(he/him)