সুধী,
আপনাদের অবগতির জন্য সানন্দে জানাচ্ছি যে, কোভিড-১৯ বৈশ্বিক মহামারী কারণে গত
দুই বছর বন্ধ থাকার পর এবার আগামী মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩, আন্তর্জাতিক
মাতৃভাষা দিবসের দিন বাংলাদেশের বিভিন্ন স্থানে বাংলা উইকিপিডিয়ার প্রচারণা ও
প্রসারের জন্য সমাবেশের আয়োজন করা হয়েছে।
বিগত বছরগুলোর মতো এবারও ঢাকায় মূল আয়োজনের পাশাপাশি, ঢাকার বাইরে অবস্থিত
উইকিমিডিয়া বাংলাদেশের স্বেচ্ছাসেবী ও উইকিপিডিয়ানের সক্রিয় অংশগ্রহণে
চট্টগ্রাম, রাজশাহী, চাঁদপুর, ও বরিশালে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এর ফলে
বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থানরত উইকিপিডিয়ান ও উইকিপিডিয়া পাঠকগণ তাদের
সুবিধামতো স্থানে এই সমাবেশে যোগ দিতে পারবেন। এছাড়াও আরও কিছু স্থানে এই
সমাবেশ আয়োজনের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে যা নিশ্চিত হলে আপনাদেরকে অবহিত
করা হবে।
বাংলাদেশের কোন স্থানে কখন এই সমাবেশ অনুষ্ঠিত হবে তা জানতে নিচের লিংকটি
পরিদর্শন করুন।
https://bd.wikimedia.org/s/2c2
উপরের লিংকের পাতায় নিয়মিত এই সমাবেশের স্থান ও সময়সূচি হালনাগাদ করা হবে।
উল্লেখ্য, প্রত্যেকটি সমাবেশ উইকিপিডিয়ার ব্যবহারকারী, সম্পাদক, ও পাঠকসহ
সকলের জন্য উন্মুক্ত। অনুগ্রহ করে এই সমাবেশে অংশগ্রহণ করে বাংলা
উইকিপিডিয়াসহ, সামগ্রিকভাবে উইকিপিডিয়া ও এর সহপ্রকল্পগুলোর প্রচারণার
পাশাপাশি উইকি আন্দোলন সম্পর্কে জানতে ও অন্যদের জানাতে সাহায্য করুন।
সবাই ভালো থাকুন। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন।
শুভকামনাসহ,
তানভির
--
তানভির রহমান
সদস্য, নির্বাহী পরিষদ
উইকিমিডিয়া বাংলাদেশ
tanvir.rahman(a)wikimedia.org.bd
প্রিয় উইকিপিডিয়ানবৃন্দ,
বাংলাদেশ সময় আজ রাত ৮.০০ মিনিট (ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০) চলমান নারীবাদ ও লোকগাথা এডিটাথন //(এবং অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা)//-কে উপজীব্য করে একটি অনলাইন কর্মশালা ও সমন্বয় সভার আয়োজন করা হয়েছে।
* প্রথম এক ঘন্টার কর্মশালায় অনুবাদের মান অনুধাবন, অনুবাদ সরঞ্জাম বা টুলসগুলোর সর্বোচ্চ সুবিধা গ্রহণের উপায় ও ব্যবহার, সহায়ক বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে ন্যুনতম সময়ে মানসম্পন্ন নিবন্ধ তৈরি , রুক্ষ ও সাবলীল অনুবাদের পূর্ণাঙ্গ ধারণাসহ অন্যান্য প্রাসঙ্গিক কর্ম অন্তর্ভুক্ত থাকবে। কর্মশালার শেষে প্রশ্নোত্তর পর্বও থাকবে।
* দ্বিতীয় এক ঘন্টায় আমরা উন্মুক্ত আলোচনায় অংশ নিব। এর মধ্যে প্রাধান্য পাবে
* নারীবাদ ও লোকগাথা এডিটাথনের সাম্প্রতিক পরিলক্ষিত কিছু সমস্যা, আন্তঃউইকি নীতিমালাজনিত অনৈক্য এবং এগুলোর সম্ভাব্য সমাধান
* //অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতার শব্দগণনার ধারণা ও দ্ব্যর্থতা নিরসন //
*এছাড়াও ব্যবহারকারী, পর্যালোচক ও আয়োজকদের মধ্যে উন্মুক্ত আলোচনার সুযোগ থাকবে।
মিটিংয়ে যুক্ত হওয়ার উপায়:
* গুগল মিট অ্যাপস বা meet.google.com ওয়েবসাইটের মাধ্যমে মিটিং কোড yry-wfwy-bfc প্রবেশে করিয়ে অথবা সরাসরি meet.google.com/yry-wfwy-bfc লিংকে ক্লিক করেও যুক্ত হতে পারবেন।
* নিচে থাকা কিউআর কোড স্ক্যান করেও যুক্ত হওয়া যাবে।
* মিটিংয়ে যুক্ত হওয়ার জন্য অবশ্য আপনার একটি গুগল অ্যাকাউন্ট থাকা আবশ্যক।
সুধী,
শুভেচ্ছা নেবেন। "আমার ভাষায় তুলে ধরি, আমার ভালোবাসার সবকিছু" স্লোগানে
বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩ [1]। আজ
০১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।
বাংলা উইকিপিডিয়াতে বর্তমানে ১,৩৩,৫০০টির অধিক নিবন্ধ রয়েছে; কিন্তু অনেক
নিবন্ধই অসম্পূর্ণ বা ছোট। এধরনের অসম্পূর্ণ/সংক্ষিপ্ত, কিন্তু
গুরুত্বপূর্ণ নিবন্ধসমূহকে সম্পূর্ণ করে বাংলা উইকিপিডিয়ার মান বৃদ্ধি
করাই এই প্রতিযোগিতার উদ্দেশ্য। প্রতিযোগিতায় সফলভাবে অংশগ্রহণকারী সকলকে
উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতার মূল পাতায়
বিস্তারিত তথ্য যুক্ত করা হয়েছে।
প্রতিযোগিতা সম্পর্কিত কোন জিজ্ঞাসা প্রতিযোগিতার আলাপ পাতায় [2] বা
টেলিগ্রাম গ্রুপে [3] করতে পারেন।
শুভেচ্ছাসহ,
রকি
--
Masum al Hasan Rocky
Treasurer
Wikimedia Bangladesh
wikimedia.org.bd [4]
Links:
------
[1] https://bn.wikipedia.org/s/pfsr
[2] https://bn.wikipedia.org/s/pft8
[3] https://t.me/+tbWqJBdpvVE0OWI1
[4] https://wikimedia.org.bd/