সুধী,
উইকিমিডিয়া বিশ্বের বিভিন্ন সংবাদ, প্রবন্ধ, উইকিমিডিয়ানদের সাক্ষাৎকার নিয়ে
বাংলা ভাষার অনলাইন সাময়িকী উইকিবার্তা <http://wikibarta.wikimedia.org.bd/>র
পরবর্তী সংখ্যার জন্য লেখা আহ্বান করা হচ্ছে।
উইকিপিডিয়া থেকে শুরু করে উইকিমিডিয়ার যেকোনো প্রকল্প নিয়ে লেখা প্রবন্ধ,
সংবাদ কিংবা আপনার ভাবনা পাঠান আমাদের কাছে। বিষয় হতে পারে আঞ্চলিক, জাতীয়,
আন্তর্জাতিক, কিংবা *উইকিবার্তা*র নতুন কোনো বিভাগ সম্পর্কিত ভাবনা।
উইকি-সম্পর্কিত কার্যক্রম আয়োজন নিয়ে লেখাও পাঠাতে পারেন। কোনো প্রতিযোগিতা
নিয়ে আপনার অভিজ্ঞতা, বর্তমান বিভাগ সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন
আমাদের। যাচাই-বাছাই শেষে আপনার লেখা প্রকাশিত হবে *উইকিবার্তা*র পরবর্তী
সংখ্যায়।
লেখার সাথে আপনার নাম যুক্ত করবেন এবং বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক ছবি/ছবির
লিঙ্ক (যথাযথ লাইসেন্সের <https://bn.wikipedia.org/s/f6l> অধীন) যুক্ত করতে
পারেন, ক্যাপশনসহ।
- পরবর্তী সংখ্যার জন্য লেখা পাঠানোর শেষ তারিখ: *১ সেপ্টেম্বর, ২০২১*।
- *লেখা পাঠাবার ঠিকানা: *wikibarta(a)wikimedia.org.xn--bd-fuf
উল্লেখ্য, লেখা পাঠাতে পারবেন যেকোনো সময়েই। প্রকাশিতব্য পরবর্তী
সংখ্যার জন্য সেই লেখা বিবেচিত হবে।
সর্বশেষ জুন সংখ্যা পড়তে পারবেন এখানে:
https://wikibarta.wikimedia.org.bd/issue/june-2021/।
সকলের সুস্বাস্থ্য কামনায়,
অংকন ঘোষ দস্তিদার
সহকারী সম্পাদক, *উইকিবার্তা*
সুধী,
বাংলা উইকিপিডিয়া অনলাইন আড্ডা, আগস্ট ২০২১ - এ আপনাকে স্বাগতম।
দেড়ঘন্টাব্যাপী অনলাইন আড্ডাটি আগামী ২ আগস্ট, ২০২১ (সোমবার), বাংলাদেশ সময়
রাত ৮ টা এবং ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিট হতে শুরু হবে। আড্ডাটি সকলের জন্য
উন্মুক্ত।
আড্ডার বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই লিংকে: https://bd.wikimedia.org/s/1zz
দ্রষ্টব্য: আমাদের এবারের আড্ডায় ভিন্নভাষী দুই একজন বন্ধু যোগ দেবার আগ্রহ
প্রকাশ করেছেন। তারা যোগদান করলে তাদের সুবিধার্ধে আলোচনা বাংলার পাশাপাশি
কিছু সময় ইংরেজিতেও চলতে পারে।
---
Shabab Mustafa
T. @tarunno
S. shabab.mustafa