প্রিয় সবাই,
শুভেচ্ছা নেবেন। আপনারা জানেন যে বাংলা উইকিপিডিয়ায় গত ২১ ফেব্রুয়ারি থেকে
শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১
<https://bn.wikipedia.org/s/il4m>, যা *আগামী ৩১ মার্চ পর্যন্ত *চলবে। এ
বিষয়ে আলোচনার জন্য প্রতি শনিবার সাপ্তাহিক সমন্বয় সভার আয়োজন করা হচ্ছে।
প্রথম সভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে *আগামীকাল, শনিবার, বাংলাদেশ সময় সন্ধ্যা
সাড়ে সাতটা এবং ভারতীয় সময় সন্ধ্যা সাতটায়*।
এ সভায় অংশগ্রহণকারী, পর্যালোচক ও আগ্রহী সবাইকে আমন্ত্রণ। অনলাইন এ সভায় অংশ
নেয়ার বিস্তারিত তথ্যের জন্য প্রতিযোগিতার মূল পাতাটি দেখুন:
https://w.wiki/32kR।
ধন্যবাদান্তে,
অংকন ঘোষ দস্তিদার
সুধী,
শুভেচ্ছা নেবেন। *‘আসুন আমার ভাষায় তুলে ধরি, আমার ভালোবাসার সবকিছু*’
স্লোগানে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১
<https://bn.wikipedia.org/s/il4m>। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১
ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে *আগামী ৩১ মার্চ পর্যন্ত*।
আপনারা জানেন যে প্রতি বছরই এ প্রতিযোগিতার মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক
মানসম্মত নিবন্ধ তৈরি হয় বাংলা উইকিপিডিয়ায়। এবারও আপনাদের সবার অংশগ্রহণের
মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় উল্লেখযোগ্য সংখ্যক নিবন্ধের মানোন্নয়ন করা সম্ভব
হবে বলে আশা করছি। প্রতিযোগিতায় সফলভাবে অংশগ্রহণকারী সকলকে উইকিমিডিয়া
বাংলাদেশের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতার মূল পাতায় বিস্তারিত
তথ্য যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, প্রতিযোগিতা চলাকালীন *প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে* এক
ঘণ্টার বিশেষ অনলাইন সেশন আয়োজন করা হবে। উক্ত সেশনে অভিজ্ঞ অবদানকারীরা
থাকবেন, নতুন থেকে শুরু করে যে কারো সহায়তার জন্য। এছাড়া চলমান কার্যক্রম নিয়ে
যেকোনো জিজ্ঞাসা নিয়েও সেখানে আলোচনা হতে পারে। এ ব্যাপারে নির্ধারিত সময়ে
ইমেইল প্রদান করা হবে এবং প্রতিযোগিতার মূল পাতায় উল্লেখ করা হবে। :)
প্রতিযোগিতার মূল পাতা: https://bn.wikipedia.org/s/il4m।
শুভেচ্ছাসহ,
অংকন
--
Ankan Ghosh Dastider
User:ANKAN <https://meta.wikimedia.org/wiki/User:ANKAN> || All Wikimedia
Foundation <https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Foundation>'s public
Wiki
Secretary || Wikimedia Bangladesh <http://wikimedia.org.bd/>
Twitter <https://twitter.com/Iagdastider> | LinkedIn
<https://www.linkedin.com/in/ankan-ghosh-dastider/> | ResearchGate
<https://www.researchgate.net/profile/Ankan_Ghosh_Dastider>
সুধী,
আপনাদের অনেকেই হয়তো জেনে থাকবেন যে, উইকিপিডিয়াসহ উইকিমিডিয়ার সকল অনলাইন ও
অফলাইন প্রকল্পগুলোতে সুস্থ, নিরাপদ, ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে
উইকিমিডিয়া ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টি কর্তৃক সর্বজনীন আচরণবিধি নীতিমালা
অনুমোদিত হয়েছে। আর এখন এই নীতিমালাটি কীভাবে বিভিন্ন প্রকল্পে সুষ্ঠ ও
কার্যকরভাবে প্রয়োগের ব্যাপারে বিভিন্ন উইকি সম্প্রদায়ের নিকট থেকে মতামত
গ্রহণ করা হচ্ছে।
বাংলা উইকি সম্প্রদায় এর আগেও এই নীতিমালা তৈরির আলোচনার সাথে যুক্ত ছিলো
এবং এবার এই নীতিমালার প্রয়োগ সংক্রান্ত আলোচনায়ও সক্রিয়ভাবে যুক্ত। বাংলা
উইকিপিডিয়ায় এ সংক্রান্ত আলোচনায় তাই আপনাদের সবাইকে অনুরোধ করছি।
আলোচনাটিতে কতোগুলো প্রশ্ন আছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার মন্তব্য সাজাতে
পারেন, সাথে আপনার বাড়তি মন্তব্য থাকলে তাও জানাতে পারেন। দ্বিধা না করে
সবাইকে তাই সৃজনশীল ও সাহসী হওয়ার অনুরোধ।
আলোচনাটির লিংক: https://w.wiki/$dX
এছাড়াও বাংলা উইকি সম্প্রদায়ের জন্য এ বিষয়ক একটি জরিপও চলমান। জরিপটিতে খুব
বড়ো নয়, এবং সর্বোচ্চ ১০ মিনিটের মতো সময় প্রয়োজন হতে পারে। জরিপে অংশ
নেওয়ার লিংক:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSexT9KbnCPY8GzrRSr1dLfTP6XDQKVBuL4…
জরিপটি গুগল ফর্মের মাধ্যমে পরিচালিত।
উইকিপ্রকল্পগুলো আপনার-আমার প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমেই পরিচালিত হয় তাই
এই প্রকল্পগুলোতে নিরাপদ, সুস্থ, ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে
আমাদেরকেই এগিয়ে আসতে হবে। আপনাদের সবাইকে তাই এই বিষয়ক আলোচনা বা জরিপে
অংশগ্রহণের অনুরোধ।
সবাইকে ধন্যবাদ। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন।
তানভির রহমান
--
*Tanvir Rahman* (he/him/his)
Universal Code of Conduct Facilitator
Wikimedia Foundation
trahman-ctr(a)wikimedia.org
সুধী,
খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে, মুজিব বর্ষের এই মহোপলক্ষে “শেখ মুজিবুর
রহমান” নিবন্ধটি বাংলা উইকিপিডিয়ার নবম নির্বাচিত নিবন্ধ হিসেবে মনোনীত হয়েছে।
নিবন্ধটি দৈর্ঘ্যের বিচারে বাংলা উইকিপিডিয়ার তৃতীয় দীর্ঘতম নিবন্ধ এবং
দীর্ঘতম নির্বাচিত নিবন্ধ।
“শেখ মুজিবুর রহমান” নিবন্ধ: *https://w.wiki/cMz <https://w.wiki/cMz>*
বাংলা উইকিপিডিয়া ও বাংলায় মুক্তজ্ঞানের চর্চা অব্যাহত হোক।
তানভীর আনজুম আদিব
ব্যবহারকারী:Meghmollar2017
সুধী,
আপনারা নিশ্চয়ই অবগত যে, উইকি লাভস বাটারফ্লাই প্রকল্পটি বিগত চার বছর ধরে
উইকিমিডিয়া ফাউন্ডেশনের র্যাপিড গ্রান্টস অনুদানের সাহায্যে পূর্ব এবং
উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে প্রাপ্ত প্রজাপতির প্রজাতি এবং উপ-প্রজাতির
ছবি, তার সংক্রান্ত তথ্য সংগ্রহ করে চলেছে। আমরা চার বছর এই প্রকল্পটি
সাফল্যের সাথে সমাপন করেছি এবং যথাসময়ে প্রতিবেদনগুলি জমা করেছি। এই বছর উইকি
লাভস বাটারফ্লাই প্রকল্পটি পঞ্চম বর্ষে পদার্পন করবে। প্রজাপতি বিষয়ক
কার্যকলাপ এবং জ্ঞান বিতরণ আরও সুষ্ঠ ভাবে এবং বৃহত্তর মাত্রায় করার
উদ্দেশ্যে এই বার প্রজেক্ট অনুদানের আবেদন করা হয়েছে। এই অনুদানের আবেদনের
বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এখানে দিতে পারেন -
https://meta.wikimedia.org/wiki/Grants:Project/Atudu/Wiki_Loves_Butterfly_-…
ধন্যবাদান্তে,
অনন্যা
(ব্যবহারকারী:Atudu)
উইকি লাভস বাটারফ্লাই দলের পক্ষ থেকে