সুধী,
আপনারা হয়তো ইতোমধ্যেই জানেন যে বর্তমান সঙ্কটকালীন সময়ে ঘরে থাকাকে উৎসাহিত
করতে ও ঘরে থাকা সময়ের একঘেয়েমিতা কাটিয়ে তা জ্ঞান আহরন, বৃদ্ধি, ও প্রসারের
কাজে লাগানোর স্বার্থে উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে বাংলা উইকিপিডিয়া
বিশেষ এডিটাথন ২০২০ শুরু করা হয়েছে, যা প্রথমত ১৫ এপ্রিল পর্যন্ত চালু রাখার
সিদ্ধান্ত হলেও আপনাদের ব্যাপক সাড়া ও ছুটি বৃদ্ধির প্রেক্ষিতে তা ২৫ এপ্রিল
পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই এডিটাথনে অংশগ্রহণকারীদের জন্য উইকিমিডিয়া
বাংলাদেশের পক্ষ থেকে রয়েছে বিভিন্ন ধরনের পুরষ্কার যার বিবরণ এডিটাথনের মূল
পাতায় বিস্তারিত দেওয়া হয়েছে।
এই এডিটাথনের মূল পাতাটি পাওয়া যাবে এখানে:
https://bn.wikipedia.org/s/ewwx
এডিটাথনে তৈরি ও সম্প্রসারণের উদ্দেশ্যে করা নিবন্ধের তালিকা পাওয়া যাবে এখানে:
https://bn.wikipedia.org/s/ewyi
অংশগ্রহণকারীদের সাড়ার ফলে প্রতিদিন-ই এই তালিকাটিতে নতুন নতুন নিবন্ধ যোগ
করা হচ্ছে।
মূলত বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ বাংলাপিডিয়ায় থাকা এমন কিছু নিবন্ধ যা এখনও
বাংলা উইকিপিডিয়ায় সংযুক্ত ও সম্প্রসারিত করা হয়নি তা নতুন করে তৈরি ও
সম্প্রসারিত করাই এই এডিটাথনের উদ্দেশ্য। এডিটাথনে অংশগ্রহণ, নিবন্ধ তৈরি ও
জমাদান বিষয়ে এডিটাথনের মূলপাতায় সুন্দরভাবে স্বল্প কথায় ব্যাখ্যা করা হয়েছে।
এছাড়াও সকল প্রকার সাহায্যের জন্য এডিটাথনের আলোচনা পাতায় যে-কোনো
জিজ্ঞাসায় স্বাগতম। আমাদের সক্রিয় স্বেচ্ছাসেবকরা আপনার যে-কোনো প্রশ্নের
উত্তরপ্রদানে সদা প্রস্তুত।
আপনাদেরকে আবার এই এডিটাথনে অংশগ্রহণ করার মাধ্যমে সঙ্কটকালীন এই সময়ে ঘরে
থেকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে ও ওপরকে বাঁচাতে আমন্ত্রণ জানাচ্ছি।
একই সাথে বিভিন্ন ধরনের বিষয়ে নিবন্ধ লিখে জ্ঞানার্জনের মাধ্যমে এঘেয়েমি কাটবে
এই আশাও করছি।
ঘরে থাকুন; সুস্থ থাকুন; নিরাপদে থাকুন।
ধন্যবাদ ও শুভকামনা।
তানভির
নির্বাহী পরিষদ সদস্য, উইকিমিডিইয়া বাংলাদেশ
প্রশাসক ও ব্যুরোক্র্যাট, বাংলা উইকিপিডিয়া
প্রিয় সুধী,
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধের সংখ্যা
বৃদ্ধি এবং মান উন্নয়নের উদ্দেশ্যে *ইসলাম বিষয়ক এডিটাথন ২০২০
<https://bn.wikipedia.org/wiki/%E0%A6%89%E0%A6%87%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AA…>*
আয়োজন
করা হয়েছে। যা পহেলা রমজান থেকে শেষ রমজান পর্যন্ত চলবে।
এই এডিটাথনে অংশগ্রহণ করতে *এখানে
<https://bn.wikipedia.org/wiki/%E0%A6%89%E0%A6%87%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AA…>*
আপনার
ব্যবহারকারী নাম নথিভুক্ত করুন।
এই এডিটাথনের মূল পাতাটি পাওয়া যাবে এখানে: https://bn.wikipedia.org/s/f89t
এডিটাথনে তৈরি ও সম্প্রসারণের উদ্দেশ্যে করা নিবন্ধের তালিকা পাওয়া যাবে
এখানে: https://w.wiki/N$G
এডিটাথনে অংশগ্রহণ, নিবন্ধ তৈরি ও জমাদান বিষয়ে এডিটাথনের মূলপাতায়
সুন্দরভাবে স্বল্প কথায় ব্যাখ্যা করা হয়েছে। এছাড়াও সকল প্রকার সাহায্যের
জন্য এডিটাথনের আলোচনা পাতায় যে-কোনো জিজ্ঞাসায় স্বাগতম।
সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। পবিত্র রমজানের সিয়াম সাধনায় সিগ্ধ হোক সকলের
দেহ ও মন। আল্লাহপাক আমাদের সকলকে পবিত্র রমজানের সংযম শিক্ষা আমাদের
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় কাজে প্রয়োগ করার তাওফীক দিন।
আমিন।
ঘরে থাকুন; সুস্থ থাকুন; নিরাপদে থাকুন।
ধন্যবাদ
জনি
প্রিয় সুধি
*আসসালা-মু 'আলাইকুম*
বঙ্গীয় নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।
নতুন বছরে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি উইকিবার্তার বর্ষপূর্তি সংখ্যা: *এপ্রিল
২০২০*।
দুই বছর আগে এই দিনে যাত্রা শুরু করেছিল উইকিবার্তা। তারপর থেকে আপনাদের সবার
আগ্রহে, অনুপ্রেরণায়, অবদানে হাঁটি-হাঁটি-পা-পা করে দুই বছর পার করে এলো।
ধন্যবাদ আপনাদেরসহ উইকিমিডিয়া বাংলাদেশকে, উইকিবার্তার প্রদায়কদের,
সম্পাদকমণ্ডলী এবং সাবেক সহ-সম্পাদককে, কারিগরী দল আর স্বেচ্ছাসেবকদের। আমরা
আপনাদেরকে সাথে নিয়ে আরো বহুদূর যেতে চাই, ইনশাল্লাহ।
এই সংখ্যার আকর্ষণ: আমাদের বাংলা উইকিপিডিয়ার প্রিয়মুখ, নিবেদিত
আর নিরবিচ্ছিন্ন অবদানকারী, আমাদের সবার প্রিয় সুব্রতদা'র হৃদয় নিংড়ানো
সাক্ষাৎকার, তুরষ্কে উইকিপিডিয়ার উন্মুক্ত হবার সুসংবাদ, বাংলা উইকিপিডিয়ার ১৬
বছর পূর্তির খবরসহ স্বাভাবিকভাবেই করোনাভাইরাস-সংক্রান্ত খবরাখবর।
সময়টা সুসময় হয়তো নয়, কিন্তু আমরা ভবিষ্যত নিয়ে আশাবাদী অবশ্যই। ঈশ্বর আমাদের
সহায় হোন।
আসুন, ঘরে থাকি। ঘরে থাকার সময় কাটাই উইকিবার্তা পড়ে, ওয়েব সংস্করণ পড়তে ক্লিক
করুন:
https://wikibarta.wikimedia.org.bd/
[image: Wikibarta-Issue7-Cover-by-Mayeenul-Islam.png]
<https://wikibarta.wikimedia.org.bd/>
পড়া শেষে, ফেসবুক কমেন্ট ফিচারের মাধ্যমে অবশ্যই আপনাদের মন্তব্য, ভালোলাগা,
মন্দলাগা - সবই আমাদের জানাতে ভুলবেন না কিন্তু...
*Mayeenul Islam*
*Full-Stack PHP Developer*
<https://nanodesignsbd.com?ref=email>
Email: wz.islam(a)gmail.com
Résumé: mayeenulislam.github.io
Blog: nishachor.com
Works at upwork
<https://www.upwork.com/o/profiles/users/_~0151e764ff4fcffeaf/>
*Bangla Wikipedia* Editor <https://bn.wikipedia.org/s/23ar>| Founding
member of Wikimedia Bangladesh
<https://bd.wikimedia.org/wiki/নির্বাহী_পরিষদ/২০১১-১৬/en>
প্রিয় সবাই,
উইকিপিডিয়াসহ উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে যাঁরা কাজ করেন তাঁদের জন্য আরো
সুন্দর ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরির লক্ষ্যে বৈশ্বিক একটি ‘নৈতিক
দিকনির্দেশনা’ বা ‘বৈশ্বিক আচরণবিধি নির্দেশনা
<https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%89%E0%A6%87%E0%A6%95%E0%A6%BF%E0%A6%…>’
তৈরির জন্য সকল সম্প্রদায়ের কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে। বৈশ্বিক বিভিন্ন
নীতিমালা তৈরিতে দেখা যায় প্রায় সময়ই ইংরেজিরমত বড় উইকি প্রকল্পের
ব্যবহারকারীরাই মতামত দিয়ে থাকেন। সেক্ষেত্রে ছোট সম্প্রদায় বা বাংলার মত
উদীয়মান বিভিন্ন সম্প্রদায়ের সদস্যগণের মতামত সেগুলোতে ফুঁটে উঠে না। সে
জন্য এবার স্থানীয়ভাবে বাংলাতে আলোচনায় যাতে সবাই নিজ নিজ মতামত দিতে পারেন
সে ব্যবস্থা করা হয়েছে।
মানুষের আচরণ কেমন হবে সেটি আসলে ঠিক দিকনির্দেশনা বা নীতিমালার মধ্যে রাখা
যদিও সম্ভব না তবে প্রতিনিয়ত যে পরিস্থিতি যেমন, হয়রানিমূলক বার্তা,
ধ্বংসপ্রবণতা, স্প্যামিং, অর্থের বিনিময়ে সম্পাদনা, ব্যবহারকারীদের পরস্পরের
মধ্যে উত্তপ্ত আলোচনা - ইত্যাদি বিষয়গুলোর জন্য কমপেক্ষ একটি বৈশ্বিক
দিকনির্দেশনা প্রয়োজন। এই আচরণবিধি নির্দেশনা তৈরির উদ্দেশ্য হলো যাতে
উইকিমিডিয়া প্রকল্পে যাঁরাই অবদান রাখবেন তাঁরা সকলেই এই বিষয়গুলো মেনে
চলবেন।
আলোচনার সুবিধার্থে এই মতামতের প্রক্রিয়াকে কয়েকটি ধাপে ভাগ করা হয়েছে। *প্রথম
ধাপটি ৩১ মার্চ পর্যন্ত চলবে*, স্থানীয়ভাবে বাংলাতে আমাদের এখানে নিজেদের কি
কি আচরণবিধিজনিত অসুবিধাগুলো বেশি হয় সেগুলো নির্ধারণ করা এবং সেগুলো এখন
কিভাবে সমাধান করা হয়। এছাড়া, এ ধরণের বৈশ্বিক নীতিমালা আসলেই প্রয়োজন
কিনা। যদি প্রয়োজন হয় তাহলে সেখানে কি কি বিষয় থাকতে পারে এবং কি কি যুক্ত
করা উচিত নয়।
সকলকে এখানে
<https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%89%E0%A6%87%E0%A6%95%E0%A6%BF%E0%A6%…>
নিজ
নিজ মতামত প্রদানের অনুরোধ করছি।
এখানে https://w.wiki/LaY
সকলকে শুভেচ্ছা এবং সকলের সুস্থতা কামনা করছি!
ধন্যবাদ!
*জনি*
<https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%…>