প্রিয় সবাই,
উইকিপিডিয়াসহ উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে যাঁরা কাজ করেন তাঁদের জন্য আরো
সুন্দর ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরির লক্ষ্যে বৈশ্বিক একটি ‘নৈতিক
দিকনির্দেশনা’ বা ‘বৈশ্বিক আচরণবিধি নির্দেশনা
<https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%89%E0%A6%87%E0%A6%95%E0%A6%BF%E0%A6%…>’
তৈরির জন্য সকল সম্প্রদায়ের কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে। বৈশ্বিক বিভিন্ন
নীতিমালা তৈরিতে দেখা যায় প্রায় সময়ই ইংরেজিরমত বড় উইকি প্রকল্পের
ব্যবহারকারীরাই মতামত দিয়ে থাকেন। সেক্ষেত্রে ছোট সম্প্রদায় বা বাংলার মত
উদীয়মান বিভিন্ন সম্প্রদায়ের সদস্যগণের মতামত সেগুলোতে ফুঁটে উঠে না। সে
জন্য এবার স্থানীয়ভাবে বাংলাতে আলোচনায় যাতে সবাই নিজ নিজ মতামত দিতে পারেন
সে ব্যবস্থা করা হয়েছে।
মানুষের আচরণ কেমন হবে সেটি আসলে ঠিক দিকনির্দেশনা বা নীতিমালার মধ্যে রাখা
যদিও সম্ভব না তবে প্রতিনিয়ত যে পরিস্থিতি যেমন, হয়রানিমূলক বার্তা,
ধ্বংসপ্রবণতা, স্প্যামিং, অর্থের বিনিময়ে সম্পাদনা, ব্যবহারকারীদের পরস্পরের
মধ্যে উত্তপ্ত আলোচনা - ইত্যাদি বিষয়গুলোর জন্য কমপেক্ষ একটি বৈশ্বিক
দিকনির্দেশনা প্রয়োজন। এই আচরণবিধি নির্দেশনা তৈরির উদ্দেশ্য হলো যাতে
উইকিমিডিয়া প্রকল্পে যাঁরাই অবদান রাখবেন তাঁরা সকলেই এই বিষয়গুলো মেনে
চলবেন।
আলোচনার সুবিধার্থে এই মতামতের প্রক্রিয়াকে কয়েকটি ধাপে ভাগ করা হয়েছে। *প্রথম
ধাপটি ৩১ মার্চ পর্যন্ত চলবে*, স্থানীয়ভাবে বাংলাতে আমাদের এখানে নিজেদের কি
কি আচরণবিধিজনিত অসুবিধাগুলো বেশি হয় সেগুলো নির্ধারণ করা এবং সেগুলো এখন
কিভাবে সমাধান করা হয়। এছাড়া, এ ধরণের বৈশ্বিক নীতিমালা আসলেই প্রয়োজন
কিনা। যদি প্রয়োজন হয় তাহলে সেখানে কি কি বিষয় থাকতে পারে এবং কি কি যুক্ত
করা উচিত নয়।
সকলকে এখানে
<https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%89%E0%A6%87%E0%A6%95%E0%A6%BF%E0%A6%…>
নিজ
নিজ মতামত প্রদানের অনুরোধ করছি।
এখানে https://w.wiki/LaY
সকলকে শুভেচ্ছা এবং সকলের সুস্থতা কামনা করছি!
ধন্যবাদ!
*জনি*
<https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%…>
প্রিয় সবাই,
অন্যান্য সকল উইকি প্রকল্প এবং অনুষ্ঠানের মতো বাংলা উইকির জন্য টেলিগ্রাম
চ্যানেল তৈরি করা হয়েছে। এই চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
https://t.me/BanglaWikipedia
ধন্যবাদ!
জনি
প্রিয় সবাই,
আশাকরি সবাই সুস্থ আছেন। বাংলাদেশসহ বিশ্বব্যাপী কোভিড-১৯ করোনাভাইরাস মহামারির প্রভাব এবং এর ঘটনাক্রমের উপর আমরা উইকিমিডিয়া বাংলাদেশ থেকেও নজর রাখছিলাম।
এর ধারাবাহিকতায়, গতকাল ১৪ মার্চ উইকিমিডিয়া বাংলাদেশের বোর্ডের বৈঠকে উইকিমিডিয়া সম্প্রদায়ের সদস্যগণের সুস্বাস্থ্য ও সুরক্ষার কথা বিবেচনা করে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত উইকিমিডিয়া বাংলাদেশ এবং এর অধীন আঞ্চলিক সম্প্রদায়সমূহের উইকিপিডিয়া সংশ্লিষ্ট সকল অফলাইন কার্যক্রম (মিটআপ, কর্মশালা, সেমিনার, সম্মেলন) এবং জনসমাগম হয় এমন সকল অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
একইসাথে, আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য বাংলা উইকিপিডিয়ার বার্ষিক সম্মেলন বাতিল করা হয়েছে। এছাড়া, উইকিমিডিয়া বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা এবং বার্ষিক আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
ঘোষণাটি আমাদের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে: https://wikimedia.org.bd/blog/85
সবার সুস্বাস্থ্য কামনা করছি।
ধন্যবাদ
বোর্ডের পক্ষে,
নাহিদ সুলতান