প্রিয় সবাই,
বিশ্বের বিভিন্ন দেশের উল্লেখযোগ্য ব্যক্তিদের উইকিপিডিয়া নিবন্ধে ছবি থাকলেও বাংলাদেশী ব্যক্তিদের ক্ষেত্রে ছবির অভাব লক্ষ করা যায়। বাংলাদেশের ছবিসমূহের ক্ষেত্রে উন্মুক্ত লাইসেন্স না থাকায় বা অনেকে উন্মুক্ত লাইসেন্সে ছবি দিতে আগ্রহী না থাকায় বাংলাদেশ সম্পর্কিত উইকিপিডিয়া নিবন্ধসহ উন্মুক্ত জ্ঞান সমৃদ্ধ করতে অনেক সময়ই ছবির অভাব দেখা দেয়। নিবন্ধ তথ্য সমৃদ্ধ হলেও সে নিবন্ধসমূহ প্রয়োজনীয় ছবির অভাবে সঠিকভাবে ইলাস্ট্রেট করা হয়ে উঠে না।
আমরা উইকিমিডিয়া বাংলাদেশ থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কাজ করে উন্মুক্ত লাইসেন্সের ছবি সংগ্রহ করা যায় কিনা সে বিষয়টি নিয়ে কাজ করছি। এর ধারাবাহিকতায়, সম্প্রতি এফএম রেডিও ‘জাগো এফএম’ তাদের তোলা প্রায় ৬০ জন বাংলাদেশী সেলিব্রেটির (অভিনেতা, অভিনেত্রী, গায়ক ও গায়িকা) ছবি উন্মুক্ত লাইসেন্সে (ক্রিয়েটিভ কমন্স) অবমুক্ত করেছে। যার মধ্যে ৪০ জনের ছবি ইতিমধ্যে উইকিমিডিয়া কমন্সে আপলোড করা হয়েছে।
অবমুক্ত করা ছবির অধিকাংশ ব্যক্তির নিবন্ধে আগে কোন ছবিই ছিল না, কিন্তু এখন ছবিগুলো সংশ্লিষ্ট উইকিপিডিয়া নিবন্ধে ব্যবহৃত হচ্ছে। বাংলা, ইংরেজি ও জার্মানসহ মোট আইটি ভাষার উইকিপিডিয়া ও উপাত্তের ওয়েবসাইট উইকিউপাত্তের বেশ কিছু নিবন্ধে ছবিগুলো যুক্ত হয়েছে। ‘জাগো এফএম’ এখন থেকে নিয়মিত সেলিব্রেটিদের এমন ছবি মুক্ত লাইসেন্সে অবমুক্ত করবে।
এখন পর্যন্ত আপলোড হওয়া ও ভবিষ্যতে যা আপলোড হবে সব পাওয়া যাবে এই লিংকে: https://w.wiki/5G$
ধন্যবাদ
Nahid Sultan
Secretary, Wikimedia Bangladesh
https://wikimedia.org.bd<https://wikimedia.org.bd/>
[cid:c101f001-70b2-493b-9878-560c251f1b87]<https://www.facebook.com/Nahidunlimited> [cid:bbb7a14c-77c4-4ae8-a370-7ce7bff13580] <https://twitter.com/nahidunlimited> [cid:314f9774-c0bf-487f-a18e-6ca5f84b7c7f] <https://www.blog.nahidsultan.xyz/>
প্রিয় সুধি
*আসসালা-মু 'আলাইকুম*
স্বাগতম *উইকিবার্তা*র ২০১৯-এর জুলাই সংখ্যায়। যদিও আমরা সময় মতোই সব কাজ শেষ
করেছিলাম, কিন্তু ব্যক্তিগত ব্যস্ততায় শুধু ঘোষণাটা দিতে কয়েক ঘন্টা বিলম্ব
হলো। 🙁
ওয়েব সংস্করণ পড়তে ক্লিক করুন:
https://wikibarta.wikimedia.org.bd
এই সংস্করণের মাধ্যমে আমাদের নতুন সহকারী সম্পাদক মোস্তাফিজুর রহমান সাফি-কেও
স্বাগত জানাচ্ছি।
বরাবরের মতোই আমরা, ফেসবুক কমেন্ট ফিচারের সহায়তায় আপনাদের অংশগ্রহণ প্রত্যাশা
করি - জানতে চাই আপনাদের মন্তব্য, ভালোলাগা, মন্দলাগা...।
ধন্যবাদ উইকিবার্তার প্রদায়কদের, সম্পাদকমণ্ডলীকে, কারিগরী দল এবং
স্বেচ্ছাসেবকদেরকেও।
স্বাগতম!
[image: Issue#5-Cover.png]
*Mayeenul Islam*
*Front-end Designer & WordPress Developer*
<http://nanodesignsbd.com?ref=email>
email: wz.islam(a)gmail.com
blog: nishachor.com
Works at Upwork
<https://www.upwork.com/o/profiles/users/_~0151e764ff4fcffeaf/>
*Bangla Wikipedia* Editor <https://bn.wikipedia.org/s/23ar>| Founding
member of Wikimedia Bangladesh
<https://bd.wikimedia.org/wiki/নির্বাহী_পরিষদ/২০১১-১৬/en>