প্রিয় সুধি
*আসসালা-মু 'আলাইকুম*
স্বাগতম *উইকিবার্তা*র ২০১৯-এর অক্টোবর সংখ্যায়।
ওয়েব সংস্করণ পড়তে ক্লিক করুন:
https://wikibarta.wikimedia.org.bd
[image: Issue#6-Cover.png]
এবারের সংখ্যার মূল আকর্ষণ উইকিমিডিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক "ক্যাথরিন
মা'র"-এর সাক্ষাৎকার, উইকি-আন্দোলন সম্পর্কে তাঁর চিন্তা-ভাবনা, ভালো-লাগা,
আশাবাদ - সবই উঠে এসেছে সুন্দর করে। আছে বাংলা উইকিপিডিয়া যাঁদের হাত ধরে
হাঁটি হাঁটি পা পা করে এগিয়েছে, তাঁদের একজন রাগিব হাসান-এর স্মৃতিকথন। আছে
বাংলাদেশে উইকিমিডিয়া ফাউন্ডেশনের একমাত্র অনুমোদিত চ্যাপ্টার "উইকিমিডিয়া
বাংলাদেশ"-এর নবম বছরে পদার্পণ উপলক্ষে সালতামামী। মোট ২৭টি ভালো মানের লেখার
এক পাওয়ারপ্যাক।
বরাবরের মতোই আমরা, ফেসবুক কমেন্ট ফিচারের সহায়তায় আপনাদের অংশগ্রহণ প্রত্যাশা
করি - জানতে চাই আপনাদের মন্তব্য, ভালোলাগা, মন্দলাগা...।
ধন্যবাদ উইকিবার্তার প্রদায়কদের, সম্পাদকমণ্ডলীকে, কারিগরী দল এবং
স্বেচ্ছাসেবকদেরকেও।
স্বাগতম!
*Mayeenul Islam*
*Full-Stack PHP Developer*
<https://nanodesignsbd.com?ref=email>
Email: wz.islam(a)gmail.com
Résumé: mayeenulislam.github.io
Blog: nishachor.com
Works at upwork
<https://www.upwork.com/o/profiles/users/_~0151e764ff4fcffeaf/>
*Bangla Wikipedia* Editor <https://bn.wikipedia.org/s/23ar>| Founding
member of Wikimedia Bangladesh
<https://bd.wikimedia.org/wiki/নির্বাহী_পরিষদ/২০১১-১৬/en>
শুভেচ্ছা!
|| বেশি সংখ্যক মানুষকে জানানোর জন্য এই মেইলটি উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলা
উইকিপিডিয়া মেইলিং লিস্টে একই সাথে পাঠানো হচ্ছে।
ওপেন স্ট্রিট ম্যাপের [1] বার্ষিক আঞ্চলিক সম্মেলন স্টেট অব দ্য ম্যাপ এশিয়া
সম্মেলনের এ বছরের আয়োজক হিসেবে এবার বাংলাদেশকে নির্বাচন করা হয়েছে। রাজধানীর
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আগামী ১ ও ২ নভেম্বর ম্যাপে
প্রযুক্তিনির্ভর সম্মেলনটি আয়োজন করা হবে।[2]
এশিয়া অঞ্চলের দেশগুলোর জন্য আয়োজিত এই সম্মেলনে এখন পর্যন্ত ভারত, নেপাল,
শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্রসহ প্রায় ১৫টি
দেশের সংশ্লিষ্ট অংশগ্রহণকারীরা তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন। ফেসবুক,
অ্যাপল, ম্যাপ বক্স, গ্লোবাল লজিক, ম্যাপিলারিসহ এ খাতের সংশ্লিষ্ট বিভিন্ন
আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পাশাপাশি দেশীয় উল্লেখযোগ্যসংখ্যক সরকারি ও বেসরকারি
সংস্থা তাদের প্রতিনিধিত্ব ও সমর্থন নিশ্চিত করেছেন।
আগ্রহীরা stateofthemap.asia ঠিকানার ওয়েবসাইট অথবা ফেসবুকে ‘স্টেট অব দ্য
ম্যাপ এশিয়া’ পেজ থেকে [3] নিবন্ধনের মাধ্যমে টিকিট সংগ্রহ করে নিতে পারবেন।
আয়োজনের নিয়মিত আপডেট জানতে যুক্ত হতে পারেন ফেসবুক ইভেন্ট[5] পেজ অথবা ফলো
করতে পারেন টুইটার অ্যাকাউন্ট[6]।
বর্তমানে উইকিপিডিয়াসহ অন্য যে কোনো মুক্ত সোর্স প্রকল্পে নিয়মিত অবদান রাখছেন
এমন অংশগ্রহণকারীদের জন্য ২৫% - ১০০% পর্যন্ত বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।
এছাড়া শিক্ষার্থীদের জন্যও রয়েছে ছাড়। আগ্রহীরা আবেদন করতে পারেন সংযুক্ত
ফর্মের মাধ্যমে [4], নির্বাচিতদের ফর্মে দেয়া ইমেইলে কূপন কোড পাঠিয়ে দেয়া
হবে।
ধন্যবাদ
নাসির খান
বাংলাদেশ লিড, ক্রিয়েটিভ কমন্স
[1] - https://www.openstreetmap.org
[2] - https://stateofthemap.asia
[3] - https://www.facebook.com/SotmAsia
[4] -
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSezhqi5oPQcjRDB06Ti7Uzq4EfMA4p1ZxP…
[5] - https://www.facebook.com/events/468376067103673
[6] - https://twitter.com/SotmAsia
--
*Nasir Khan Saikat*
www.nasirkhn.com
প্রিয় সবাই,
নিয়মিত আড্ডার অংশ হিসেবে আগামী ১৮ অক্টোবর শুক্রবার ঢাকা পাবলিক লাইব্রেরির সামনে আমরা আড্ডা দিবো এবং বাংলা উইকিপিডিয়া নিয়ে কথাবার্তা বলবো। আপনিও চলে আসতে পারেন।
সময়: বিকাল ৪টা, ১৮ অক্টোবর, শুক্রবার
বিস্তারিত: https://bd.wikimedia.org/s/1rv
ফেসবুক ইভেন্ট: https://www.facebook.com/events/872530039815641/
ধন্যবাদ
নাহিদ সুলতান