গত ১৫ নভেম্বর, ২০১৮ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলা উইকিপিডিয়া
কর্মশালার সম্পূরক কার্যক্রম হিসেবে এই মিট-আপের আয়োজন করা হয়েছে।
যারা উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, উইকিপিডিয়ায় কাজ করার সময় তাদেরকে ঠিক কি
ধরনের সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে অথবা সময় সল্পতার জন্য এমন কোন বিষয় যা
কর্মশালায় আলোচনা করা হয় নি, যা নিয়ে আলোচনা করার দরকার ছিলো, মূলত সেটা নিয়েই
আলোচনা করার জন্য এই মিট-আপে সবাইকে আহবান করা হচ্ছে।
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত উইকিপিডিয়ানদের এই নিয়মিত মিটআপটি সকলের জন্য
উন্মুক্ত। *যারা কর্মশালায় উপস্থিত ছিলেন না, তারাও চাইলে আসতে পারেন। *
*স্থানঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনার চত্বরতারিখঃ ৩ ডিসেম্বর, ২০১৮সময়ঃ
বিকেল ৪-৩০ থেকে সন্ধ্যা ৬টা *
বিস্তারিত দেখুন এখানে <https://www.facebook.com/events/2083125072017926/>
*Regards*
*Mohammad Mostafizur Rahman Safy <http://www.facebook.com/safy.ap.ru>*
*Community Director, Regional Operations*
*Wikimedia Bangladesh *
বাংলা ভাষায় রচিত সবচেয়ে বড় বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধকরণ এবং এর
শিক্ষা কার্যক্রমে সকলের অংশগ্রহণ বাড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি
উইকিপিডিয়া কর্মশালা আয়োজন করা হয়েছে।
তারিখঃ ১৫ নভেম্বর, ২০১৮
সময়ঃ বিকেল ৪.০০ থেকে সন্ধ্যা ৬.০০ পর্যন্ত
স্থানঃ কক্ষ নংঃ ৩০৬, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
রেজিস্ট্রেশন করতে ফর্মটি <https://goo.gl/forms/vtq0lJW9jWlUMO6F3> পুরণ করুন।
বিস্তারিত দেখুন ফেসবুক ইভেন্টে
<https://www.facebook.com/events/331906767389398> ও ওয়েবসাইটে
<https://bd.wikimedia.org/s/1gf>।
*Regards*
*Mohammad Mostafizur Rahman Safy <http://www.facebook.com/safy.ap.ru>*
*Community Director, Regional Operations*
*Wikimedia Bangladesh *
সুধী,
গতকাল ৪ই নভেম্বর, তেল আভিভে অনুষ্ঠিত গ্ল্যামউইকি কনফারেন্সে উইকিমিডিয়া
ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ক্যাথেরিন মাহের তাঁর ভাষণে বাংলা
উইকিসংকলনের কথা উল্লেখ করেন। তিনি বলেন যে, উইকিমিডিয়া ফাউন্ডেশনের পক্ষ
থেকে উইকিসংকলন প্রকল্পগুলিকে সহায়তা প্রদান করা হবে। কোন রকম সাংগঠনিক
সহায়তা ব্যতীত বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিগত স্বেচ্ছাসেবী উদ্যোগে পরিচালনাধীন
উইকিসংকলনের পক্ষে এই বার্তা অত্যন্ত আশাপ্রদ। বাংলা উইকিসংকলনের
স্বেচ্ছাসেবীদের কাজ যে সকলের নজরে আসছে, এটিও অত্যন্ত সুখের বিষয় বলে মনে
করি। শুভেচ্ছান্তে, বোধিসত্ত্ব
ভিডিও লিঙ্ক -
https://www.youtube.com/watch?v=NAWsuDU1CMU
<https://www.youtube.com/watch?v=NAWsuDU1CMU&feature=share&fbclid=IwAR0Of5g-…>
(১:১৫:২৪ থেকে)