সুধী,
অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ঢাকাস্থ নটরডেম কলেজ এর মিলনায়তনে, আগামী ২ নভেম্বর ২০১৬ ইং রোজ বুধবার দুপুর ১২ টা থেকে বাংলা উইকিপিডিয়া শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হবে। উক্ত কর্মশালার পরিচালনায় থাকবে উইকিমিডিয়া বাংলাদেশ। আয়োজনে থাকবে নটরডেম কলেজ, ঢাকা এবং সহযোগিতায় থাকবে নটরডেম ডিবেটিং ক্লাব। উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি, আলী হায়দার খান, উইকিমিডিয়া
বাংলাদেশের সদস্য অ বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নুরুন্নবী চৌধুরী হাসিব, সক্রিয় উইকিপিডিয়ান অংকন ঘোষ দস্তিদার (সদ্য প্রাক্তন নটরডেমিয়ান), এবং সক্রিয় উইকিপিডিয়ান ও উউইকিমিডিয়া বাংলাদেশের সহযোগী সদস্য প্রত্যয় ঘোষ (আমি) উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।
পুনশ্চ: উক্ত কর্মশালায় উপস্থিত হতে চাইলে দয়া করে আমাকে আগে থেকে জানানোর জন্য অনুরোধ করছি। নিরাপত্তাজনিত কারণে আমাকে কলেজ কতৃপক্ষকে উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলা উইকিপিডিয়া এর পক্ষ থেকে উপস্থিত ব্যক্তিবর্গের পরিচয় ও সংখ্যা সম্পর্কে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে। সকলকে অগ্রীম ধন্যবাদ।
Pratyya Ghosh
Volunteer Editor | Wikipedia
Senior Programming Officer and Debater | Notre Dame Debating Club
Associate Member | Wikimedia Bangladesh
Facebook | Pratyya Ghosh
Twitter | @Pratyya10
Skype | pratyya.ghosh