*== উইকিমিডিয়া বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের যৌথ বিবৃতি ==*
তারিখ: ফেব্রুয়ারি ১, ২০২২
সুধী,
আপনারা ইতিমধ্যেই জানেন যে, বাংলা উইকিমিডিয়া প্রকল্পগুলির জন্মলগ্ন থেকেই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের স্বেচ্ছাসেবকেরা বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্প তৈরি করে একসাথে বাংলা ভাষায় মুক্ত জ্ঞানের চর্চা করে গেছেন। এই কথা বরাবরই অনুভূত হয়েছে যে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে সার্বিকভাবে ডিজিটাল মাধ্যমে তুলে ধরতে এবং এই সংক্রান্ত আধুনিক প্রযুক্তি তৈরি করতে দুই বাংলার সম্প্রদায়ের মধ্যে আরো বেশি যোগাযোগ ও নিবিড়তা থাকা প্রয়োজন। সাম্প্রতিক সময়ে উইকিমিডিয়া আন্দোলনের কৌশল আলোচনাতেও একত্রে মিলে কাজ করার গুরুত্বের কথা বার বার উঠে এসেছে। অতীতে উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টার ও পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল কিছু ক্ষেত্রে অনানুষ্ঠানিকভাবে একত্রিত হয়ে কাজ করেছে। সেই অভিজ্ঞতা হতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আনুষ্ঠানিক ভাবে একসাথে কাজের সুযোগ রয়েছে এবং এতে আমাদের কাজগুলো আরো সুসংগঠিত ভাবে করা সম্ভবপর হবে।
এই সমন্বয়মূলক প্রকল্পের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে দুই বাংলা মিলে এক সাথে কাজ করা, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ছাড়াও ত্রিপুরা, কাছাড়, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি ইত্যাদিতে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বাংলা-ভাষী উইকিমিডিয়া স্বেচ্ছাসেবক সম্প্রদায় ও দল তৈরি করা, বিভিন্ন বাংলাভাষী অঞ্চলগুলিতে ঐতিহাসিকভাবে সম্পর্কিত অন্যান্য ভাষা, উপভাষা ও সংস্কৃতির সম্প্রদায় তৈরিতে সাহায্য করা এবং ভবিষ্যতের বৈশ্বিক আন্দোলনে বাংলাসহ এই সকল সম্প্রদায়গুলির তরফ থেকে মতামত রাখার মাধ্যম তৈরি করা ও কণ্ঠস্বর দেওয়ার পরিকল্পনা থাকবে।
উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টার ও পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের নির্বাহী ও প্রতিনিধি সদস্যরা নিজেদের মধ্যে এবং একে অপরের সাথে এই বিষয়ে প্রাথমিক আলোচনা করে ঐক্যমত্যে এসেছেন, যদিও এখনো বেশ কিছু বিষয়ে পরিষ্কার ধারণা তৈরি করা প্রয়োজন। শীঘ্রই মেটাতে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া শুরু হবে। এই আনুষ্ঠানিক সহযোগিতা প্রকল্পকে বর্তমানে বাংলা উইকিমৈত্রী নাম দেওয়া হয়েছে যা ভবিষ্যতে পরিবর্তন করাও হতে পারে।
ধন্যবাদান্তে,
উইকিমিডিয়া বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল
wikimedia-bd@lists.wikimedia.org