সুধী,
বাংলা উইকিমিডিয়ার স্বেচ্ছাসেবক,
সিআইএস-এটুকে থেকে শুভেচ্ছা,
উইকিমিডিয়া উইকিমিট ইন্ডিয়া ২০২১ (WMWM) উপস্থাপন শুরু হওয়ার ৯ দিন অতিক্রান্ত, আমরা বেশ কয়েকটি ভাল উপস্থাপন পেয়েছি। বর্তমান উপস্থাপনগুলি সম্পর্কে জানতে, এখানে https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Wikimeet_India_2021/Submissions#Current_proposals দেখুন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে উৎযাপন করার দিনকে সামনে রেখে এই অনলাইন অনুষ্ঠান ১৯ - ২১ ফেব্রুরারি ঠিক করা হয়েছে। আমি মনে করি, বাংলা ও বাংলাভাষী মানুষের কাছে এই তিন দিন অতি গুরুত্বপূর্ন।
WMWM মূলত ভারতীয় সম্প্রদায় জন্য পরিকল্পনা করলেও, যেহেতু এটি একটি অন লাইন পরিকল্পনা ও ভিন্ন ভিন্ন ভাষায় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাই ভারত,বাংলাদেশ বা বিশ্বের যে কোনো প্রান্তের বাঙালি এই অনুষ্ঠানে যুক্ত হতে পারেন। তাই বাংলা উইইমিডিয়া সম্প্রদায়ের জন্য বাংলা ভাষায় যে কেউ উপস্থাপনা, গোষ্ঠী আলোচনা, প্যানেল আলোচনা বা অন-লাইন কর্মশালা প্রস্তাব করা যাবে। আমরা যা কাজ করছি, সেই অভিজ্ঞতাগুলি নিজেদের মধ্যে ভাগ করে নেবার জন্য এটি একটি দুর্দান্ত মঞ্চ হতে পারে।
আপনার পছন্দ মতো উইকিমিডিয়া সম্পর্কিত বিষয়ে প্রস্তাব উপস্থাপনা, গোষ্ঠী আলোচনা, প্যানেল আলোচনা বা অন-লাইন কর্মশালা এখানে https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Wikimeet_India_2021/Submissions দিতে অনুরোধ করি।
জয়ন্ত নাথ সিআইএস-এটুকে
wikimedia-bd@lists.wikimedia.org