গত শুক্রবারে হয়ে যাওয়া উইকিপিডিয়ানদের বৈঠক নিয়ে বলছি (যদিও একটু দেরি হয়ে গেল!!)। বেলায়েত ভাইয়ের মত আমিও উইকিপিডিয়ার সহকর্মীদের দেখে আমিও খুবই অনুপ্রাণিত হয়েছি, তাদের উৎসাহ ও আন্তরিকতা দেখে আমার উৎসাহও শতগুণ বেড়ে গেছে! তবে আড্ডায় মাত্র তিনজনের উপস্থিতি দৃষ্টিসুখকর ছিলো না। আমি জানি না এত কম উপস্থিতির কারন কী? হতে পারে তা আড্ডাস্থল নির্বাচনের ত্রুটি, প্রচারণার অভাব, ব্যক্তিগত ব্যস্ততা বা অন্য কিছু, তবে অপারগতা থাকলে তা এই গ্রুপে আলোচনার সুযোগ আছে। তবে আলোচনা থেকে একটি জিনিশ মোটামুটি বুঝতে পেরেছি, তা হল উইকিমিডিয়া চ্যাপ্টার বাংলাদেশ, বা ছবি তোলার কনটেস্ট, বা একাডেমি যাই করা হোক না কেন, আমাদের প্রয়োজন উৎসাহী স্বেচ্ছাসেবক আর অবশ্যই স্পন্সর!! আর অনুপস্থিতদের জন্যে একটা বিশেষ ব্যাপার জানাই, আমার আর সৈকত ভাইয়ের জন্যে শেষ পর্যন্ত কেএফসি ভ্রমণ হিজ হিজ হুজ হুজ থাকেনি!! সবাই ভালো থাকবেন।
@সৈকত আপনার বিশ্ববিদ্যালয়ে কোনো এক ছুটির দিনে নতুন ব্যবহাকারীদের জন্য উইকিপিডিয়ার ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কিনা? @ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর ছবির তোলার যে উৎসবের কথা আলোচনা করেছিলাম, সে ব্যাপারে কিভাবে আগানো যায়?
বেলায়েত
2009/6/30 Faisal Hasan faisal.mecha@gmail.com
গত শুক্রবারে হয়ে যাওয়া উইকিপিডিয়ানদের বৈঠক নিয়ে বলছি (যদিও একটু দেরি হয়ে গেল!!)। বেলায়েত ভাইয়ের মত আমিও উইকিপিডিয়ার সহকর্মীদের দেখে আমিও খুবই অনুপ্রাণিত হয়েছি, তাদের উৎসাহ ও আন্তরিকতা দেখে আমার উৎসাহও শতগুণ বেড়ে গেছে! তবে আড্ডায় মাত্র তিনজনের উপস্থিতি দৃষ্টিসুখকর ছিলো না। আমি জানি না এত কম উপস্থিতির কারন কী? হতে পারে তা আড্ডাস্থল নির্বাচনের ত্রুটি, প্রচারণার অভাব, ব্যক্তিগত ব্যস্ততা বা অন্য কিছু, তবে অপারগতা থাকলে তা এই গ্রুপে আলোচনার সুযোগ আছে। তবে আলোচনা থেকে একটি জিনিশ মোটামুটি বুঝতে পেরেছি, তা হল উইকিমিডিয়া চ্যাপ্টার বাংলাদেশ, বা ছবি তোলার কনটেস্ট, বা একাডেমি যাই করা হোক না কেন, আমাদের প্রয়োজন উৎসাহী স্বেচ্ছাসেবক আর অবশ্যই স্পন্সর!! আর অনুপস্থিতদের জন্যে একটা বিশেষ ব্যাপার জানাই, আমার আর সৈকত ভাইয়ের জন্যে শেষ পর্যন্ত কেএফসি ভ্রমণ হিজ হিজ হুজ হুজ থাকেনি!! সবাই ভালো থাকবেন।
Wikimedia-BD mailing list Wikimedia-BD@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
wikimedia-bd@lists.wikimedia.org