প্রিয় সুধী,
আপনার হয়তো অনেকেই জানেন, মাসখানে আগে উইকিমিডিয়া বাংলাদেশ ঠিক করেছিলো যে বাংলাদেশে আমরা প্রথমবারের মতো উইকিলাভসমনুমেন্টস [১] আয়োজন করবো। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, এবার সেটি করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে একটি পাবলিক ই-মেইল করে উইকিলাভসমনুমেন্টসের গ্লোবাল মুভমেন্টকে আজ সকালে আনুষ্ঠানিকভাবে আমাদের সিদ্ধান্ত জানানো হয়েছে। [২] উল্লেখ্য বেশ কয়েকমাস আগে উইকিলাভসমনুমেন্টসে যোগদানের আমন্ত্রণ আসে এর এর গ্লোবাল পরিচলনা টিমের অন্যতম সদস্য লদেভাইক গেলাউফের কাছ থেকে। সেটি এই পাবলিক লিস্টেই এসেছিলো এবং সেই পাবলিক লিস্টেই আমরা সিদ্ধান্ত নেই যে, আমরা বাংলাদেশে ডব্লিউএলএম আয়োজন করতে যাচ্ছি।
তখন আমাদের মধ্যে থাকা চ্যালেঞ্জগুলোর মধ্যে ছিলো উইকিমিডিয়া বাংলাদেশের স্থানীয় রেজিস্ট্রেশন যা তখন প্রক্রিয়াধীন ছিলো। কারণ রেজিস্ট্রেশনের হলে আমরা আমাদের সদস্য সংগ্রহ করতে পারতাম যাঁরা এই ডব্লিউএলএম-এ সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারতেন যা আমাদের স্বেচ্ছাসেবী সংকটকেও প্রতিহত করতো। কিন্তু দুঃখজনক হলেও সত্যি বর্তমানেও আমাদের এই রেজিস্ট্রেশন জয়েন্ট স্টক রেজিস্ট্রারের কাছে প্রক্রিয়াধীন যদিও আমরা আশা করছি খুব শীঘ্রই এই লম্বা আমলাতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন হবে।
তবে তার আগে এই ডব্লিউএলএম এসে পড়ায় বোর্ড বাস্তবতা দেখে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আইনগত পরিচয় না থাকলে দেশব্যাপী এককভাবে উইকিলাভসমনুমেন্টসের মতো এতো বড় একটি ইভেন্ট ঠিকভাবে করা কষ্ঠাসাধ্য হবে। তাই অবেশেষে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজ সকালে এই ঘোষণা আসে। আমরা আশা করি উইকিমিডিয়া সম্প্রদায় আমাদের এই সিদ্ধান্তকে একটি যথোপযুক্ত ও বাস্তবসম্মত সিদ্ধান্ত হিসেবেই গ্রহণ করবেন।
উল্লেখ্য, উইকিলাভসমনুমেন্টসের সাথে উইকিমিডিয়া বাংলাদেশের অন্যান্য কার্যক্রমের কোনেই সম্পর্ক নেই। এবং মিটআপসহ অন্যান্য সকল নিয়মিত কার্যক্রম যথারীতি চলতে থাকবে। সেই সাথে আমরা শীঘ্রই, অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে একটি ঈদ পরবর্তী উইকিমিটআপের আয়োজনও করতে যাচ্ছি। এ বিষয়ক আলোচনা পৃথক থ্রেডে শুরু হবে।
সবাইকে ধন্যবাদ। তানভির
[১] http://www.wikilovesmonuments.eu [২] http://lists.wikimedia.org/pipermail/wikilovesmonuments/2012-August/003719.h...
তানভির রহমান সাধারণ সম্পাদক উইকিমিডিয়া বাংলাদেশ
wikimedia-bd@lists.wikimedia.org