প্রিয় সবাই,
শুভেচ্ছা। অন্যান্যবারের মত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এবারও আমরা বাংলা উইকিপিডিয়ানরা বাংলা একাডেমির বইমেলার সামনে জড়ো হবো। বিকেল ৪.৩০ মিনিট থেকে শুরু করে ৬.৩০মিনিট পর্যন্ত আমরা থাকবো বাংলা একাডেমির মূল গেটে (বই মেলার প্রবেশ পথে, টিএসসির দিকে)। সবার আমন্ত্রণ।
স্থান: বাংলা একাডেমির মূল গেটে (বই মেলার প্রবেশ পথে, টিএসসির দিকে) সময়: বিকেল ৪.৩০ মিনিট থেকে ৬.৩০ মিনিট ফেসবুক ইভেন্ট: www.facebook.com/events/597151007105748
ঢাকার জন্য প্রয়োজনে যোগাযোগ: নুরুন্নবী চৌধুরী হাছিবঃ ০১৭১২ ৭৫৪৭৫২, নাহিদ সুলতানঃ ০১৬৮০ ৫০০৫৭৪, আর. কে. হান্নান সুফিঃ ০১৮১৪ ৮৮১৪০৪
ঢাকার পাশাপাশি একই আয়োজন চট্টগ্রাম এবং রাজশাহীতেও অনুষ্ঠিত হবে।
## চট্টগ্রামের বাংলা উইকিপিডিয়ানরা চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হবেন।
স্থানঃ চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার (মুসলিম হলের সামনে) সময়ঃ সকাল ৮:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত ফেসবুক ইভেন্ট: www.facebook.com/events/194606054229495
চট্টগ্রামের জন্য যোগাযোগ: মহীন রীয়াদঃ ০১৭২৩ ৫০২৭৫০, রাফায়েল রাসেলঃ ০১৬৭৪ ০৭৩৮৯৯, অনিঃ ০১৮২৬ ৩৪২২৬৩
## রাজশাহী উইকিপিডিয়ানরা এবার রাজশাহী কলেজ এর সামনে জড়ো হবেন। স্থানঃ রাজশাহী কলেজ এর গেইট সময়ঃ সকাল ৯:০০ থেকে ১১:০০ পর্যন্ত ফেসবুক ইভেন্ট: www.facebook.com/events/1741391489480845
রাজশাহীর জন্য যোগাযোগ: রকি: ০১৭২৭ ৯৫৭২৩৩, মুন্না: ০১৭১৯ ৩২৮৭৬৬, নাহিদ: ০১৫২১ ৪১৮৩২৭
সবার আমন্ত্রণ।
wikimedia-bd@lists.wikimedia.org